রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘মদমুক্ত পূজা করতে হবে’ এমপি বাহারের বক্তব্য

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মিছিলে বাহার সমর্থকদের হামলা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কর্মসূচিতে ধাওয়া দিয়েছে মহানগর যুবলীগ। এ সময় দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া হয়। জানা যায়, সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লা আল মাহমুদ সহিদ এ মিছিলে নেতৃত্ব দেন। 

শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে নগরীর রানীর বাজার সড়কে এ ঘটনা ঘটে। এতে ঐক্য পরিষদের অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর রানীর বাজারে প্রতিবাদ সভার আয়োজন করে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে এ বিক্ষোভের আয়োজন করা হয়।

গত ৪ অক্টোবর বিকেলে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পূজার প্রস্তুতি উপলক্ষে আয়োজিত সভায় বাহাউদ্দিন বাহার ‘মদমুক্ত পূজা করতে হবে’ বলে বক্তব্য দেন। শারদীয় দুর্গাপূজা নিয়ে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য এ কে এম বাহাউদ্দিন বাহারের সাম্প্রদায়িক ধৃষ্টতাপূর্ণ এমন উক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ।

গত রোববার (৮ অক্টোবর) সংগঠনের সভাপতিত্রয় সাবেক সাংসদ ঊষাতন তালুকদার, অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, গত ৪ অক্টোবর বিকেলে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পূজার প্রস্তুতি উপলক্ষে আয়োজিত সভায় বাহাউদ্দিন বাহার ‘মদমুক্ত পূজা’ করার যে সাম্প্রদায়িক কটাক্ষমূলক বক্তব্য দিয়েছেন তার মধ্য দিয়ে তিনি তার সাম্প্রদায়িক চেহারায় পূজার্থীদের সামনে উন্মোচিত করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘মদ’ পূজার আনুষাঙ্গিক কোনো বিষয় কখনো ছিল না, আজও নেই এবং মদের জন্য পূজার সংখ্যা বৃদ্ধি হচ্ছে বলে তিনি যে উক্তি করেছেন তা তার ‘রাজনীতিক’ ও ‘মুক্তিযোদ্ধা’ পরিচয়কে জনসমক্ষে নিঃসন্দেহে ভূলুণ্ঠিত করেছে। কারণ কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা জনগণের ধর্মীয় অনুভূতি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য বা ব্যঙ্গ করতে পারে না।

ঐক্যপরিষদ নেতৃবৃন্দ বিবৃতিতে এ মর্মে হুঁশিয়ারি দিয়েছেন যে, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এই সাংসদকে মনোনয়ন দেওয়া হলে তার খেসারত তাকে দিতে হবে।

এদিকে মুন্সিগঞ্জের মেয়র ফয়সাল বিপ্লব কর্তৃক প্রকাশ্য সমাবেশে স্থানীয় এমপি মৃণাল কান্তি দাসকে ‘মালাউন’ বলে সাম্প্রদায়িক গালিগালাজ, কুমিল্লার সদর সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার কর্তৃক শারদীয় দুর্গাপূজাকে কটাক্ষ করা, কুড়িগ্রামে চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলা এবং বিভিন্ন জায়গায় মন্দিরে হামলা ও ভাংচুরের প্রতিবাদ এবং শারদীয় দূর্গা পুজায় ছুটি তিন দিন করার দাবিতে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি ঘোষণা করা হয়।


অন্যদিকে বিএনপি ও জামায়াতের নৈরাজ্যর প্রতিবাদে নগরীর রামঘাট দলীয় কার্যালয় থেকে একটি শান্তি মিছিল বের করে কুমিল্লা মহানগর যুবলীগ। সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লা আল মাহমুদ সহিদ এতে নেতৃত্ব দেন।

আরো পড়ুন: সাত দফা দাবিতে জাতীয় হিন্দু ফোরামের বিক্ষোভ

ঐক্য পরিষদের সভায় বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস বকসী, যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সাহা, যুব ঐক্য পরিষদের মহানগর শাখার সভাপতি শ্যামল কুণ্ডু, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর শাখার সভাপতি অর্ণব সিংহ রায় প্রমুখ।

ঐক্য পরিষদের প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর কান্দিরপাড়ের দিকে রওনা দেয়। মিছিলটি রানীর বাজার সড়কের কর ভবন এলাকায় এলে পুলিশ তাদের থামিয়ে দেয়। তখন তারা সেখানেই বিভিন্ন স্লোগান দিতে থাকে। 

অপরদিকে মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লা আল মাহমুদ সহিদ ও যুগ্ম-আহ্বায়ক হাবিবুর আল আমিন সাদীর নেতৃত্বে শান্তি মিছিলটি রানীর বাজার সড়কে এলে পুলিশ তাদের ফরিদা বিদ্যাতয়ন স্কুলের সামনে থামিয়ে দেয়। পরে দুপক্ষের স্লোগানের একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া হয়। 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ তাপস বকসী বলেন, আমাদের শান্তিপূর্ণ সমাবেশ শেষ করে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কান্দিরপাড় এলাকার দিকে রওনা দিলে পুলিশ কর ভবনের সামনে আমাদের থামিয়ে দেয়। পরে আমরা সেখানে সমাবেশ শেষ করে রওনা দিব তখন আমাদের অস্ত্র নিয়ে ধাওয়া করে। এ সময় আমাদের আট-নয়জন আহত হয়েছে। আমরা প্রাণ ভয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিই।

তবে কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ বলেন, বিএনপির জামায়াতের নৈরাজ্যর প্রতিবাদে আয়োজিত আমাদের শান্তি মিছিল দেখে যুব ঐক্য পরিষদের নেতাকর্মীরা আমাদের নেতা সংসদ সদস্য বাহার ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন অশালীন স্লোগান দিতে থাকে এবং ইট পাটকেল নিক্ষেপ করে। পরে আমাদের কিছু কর্মী তাদের ধাওয়া করে।

 এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, আমি ও জেলা প্রশাসক ঘটনাস্থলে গিয়েছি। আহতদের খোঁজ খবর নিয়েছি। ঘটনার সময় পুলিশ মধ্যস্থান থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় বড় কিছু হয়নি। আমরা এ বিষয়ে আইনগত যা করার প্রয়োজন ব্যবস্থা নিব।

এসকে/ এএম/ 

যুবলীগ কুমিল্লা মদমুক্ত পূজা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মিছিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন