শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কোটা পদ্ধতি থাকা উচিত, আন্তর্জাতিকভাবেও এটি স্বীকৃত: সারা হোসেন *** আরাকান আর্মিকে সম্পৃক্ত না করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অসম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা *** দলিত সম্প্রদায়ের অবস্থার পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ: আনু মুহাম্মদ *** আর্সেনিকে ধান দূষণের ঝুঁকিতে, ক্যান্সারসহ স্বাস্থ্যে প্রভাব নিয়ে যা বলছে গবেষণা *** নতুন মুসলিম রাষ্ট্র গঠন নিয়ে জোর জল্পনা-কল্পনা *** ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি *** বাংলাদেশের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান *** 'পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লির সম্পর্ক' *** কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়িটির প্রসঙ্গে যা বললেন সুলতানা কামাল *** 'মঙ্গল শোভাযাত্রা' নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদনের প্রয়োজন হবে: ইউনেস্কো

হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও ভারতের একটি ধর্মনিরপেক্ষ সংবিধান রয়েছে: ড. আল ইসা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেছেন, ভারতে বিদ্যমান প্রত্যেকটি ধর্ম সমান এবং যে দেশে শতাব্দীর পর শতাব্দী ধরে সম্প্রীতির সহাবস্থানের সংস্কৃতি রয়েছে, সেখানে কোনও ধর্মই কোনও হুমকির মধ্যে নেই।

মঙ্গলবার ( ১১ জুনাই) ভারতের রাজধানীতে ইন্ডিয়া ইসলামিক কালচারাল সেন্টারে অনুষ্ঠান চলাকালীন ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন তিনি।

এ সময় ডোভাল বলেন, ‘‘ভারত ভিন্নমতকে ধারণ করার অসীম ক্ষমতা সহ ভিন্নধর্মী ধারণাগুলোর আশ্রয়স্থল হিসাবে তার ভূমিকা পালন করে চলেছে। এখানে কোনও ধর্মই কোনও হুমকির মধ্যে নেই।’’

মুসলিম ওয়ার্ল্ড লিগের সেক্রেটারি-জেনারেল শেখ ডক্টর মোহাম্মদ বিন আবদুল করিম আল-ইসা, যিনি ছয় দিনের ভারত সফরে রয়েছেন, তিনিও সমাবেশে ভাষণ দিয়েছেন।

এ সময় ইসা বলেন, দেশটি সংখ্যালঘুদের প্রতি অসহিষ্ণুতার সমালোচনার মধ্যে ভারত তার বৈচিত্র্যের সাথে "সহাবস্থানের একটি দুর্দান্ত মডেল"।

আরো পড়ুন: ধর্মপ্রচারকের নামে ছেলের নাম রাখলেন সানা খান

ভাষণে ভারত সম্পর্কে মুসলিম ওয়ার্ল্ড লিগের সেক্রেটারি-জেনারেল শেখ ডক্টর মোহাম্মদ বিন আবদুল করিম আল-ইসা আরও বলেন, ‘‘হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও ভারতের একটি ধর্মনিরপেক্ষ সংবিধান রয়েছে।’’

প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার আবাসস্থল।

অনুষ্ঠান চলাকালীন ডোভাল বলেন, ‘‘একটি গর্বিত সভ্য রাষ্ট্র হিসাবে, ভারত আমাদের সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সহনশীলতা, সংলাপ এবং সহযোগিতা প্রচারে বিশ্বাস করে। এটি কোন কাকতালীয় ঘটনা না যে প্রায় ২০০ মিলিয়ন মুসলিম থাকা সত্ত্বেও, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদে ভারতীয় নাগরিকদের সম্পৃক্ততা অবিশ্বাস্যভাবে কম।’’

‘‘ভারত, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক এবং  অবিশ্বাস্য বৈচিত্র্যময় একটি দেশ। এটি সংস্কৃতি, ধর্ম এবং ভাষাগুলির একটি সমৃদ্ধ ও নিরাপদ  আশ্রয়বস্থল যা সম্প্রীতির সাথে সহাবস্থান করে। একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত সফলভাবে তার সকল নাগরিককে সম অধিকার প্রদান করতে সক্ষম হয়েছে।’’

ইসলাম সম্পর্কে এনএসএ আরও বলেছে যে, ভারতের অসংখ্য ধর্মীয় গোষ্ঠীর মধ্যে ইসলাম  একটি অনন্য এবং উল্লেখযোগ্য অবস্থান দখল করে আছে।

এম এইচ ডি/

ইসলাম ধর্মনিরপেক্ষ মুসলিম জনসংখ্যা ভারত ইসা মুসলিম ওয়ার্ল্ড লিগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন