শনিবার, ১১ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে গুজব, যা বললেন ছেলে জয় *** ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা সব সময় ধর্ম পালনকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করেন: স্বরাষ্ট্র উপদেষ্টা *** বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্তি চায় জাতীয় ঐকমত্য কমিশন *** ‘কারা লুঙ্গি তুলে চেক করে মানুষ মেরেছে, তা সবারই জানা’ *** শান্তিতে নোবেলজয়ী মারিয়া মাচাদোকে অভিনন্দন জানালেন ড. ইউনূস *** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা

হ্যারি পটারের রেকর্ড ভাঙতে যাচ্ছে বার্বি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

মাসখানেকের বেশি হয়ে গেল বক্স অফিসে মুক্তি পেয়েছে বার্বি। এখনও এটি রীতিমত একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। কিছুদিন আগেই এই ছবিটি তাদের দেশে দ্য সুপার মারিও ব্রোজ মুভির রেকর্ড ভেঙে সেখানকার ২০২৩ সালের এখন পর্যন্ত সব থেকে বেশি আয় করা ছবির তকমা পেয়েছে। আর এখন বিশ্বজুড়ে সেই রেকর্ড আবার ভাঙতে চলেছে।

সুপার মারিও ছবিটি আমেরিকায় ৫৭৪ মিলিয়ন ডলার আয় করেছিল। বুধবার বার্বি সেটা ছাপিয়ে গিয়েছে। বর্তমানে আমেরিকায় বার্বির মোট আয় হল ৫৯৪ মিলিয়ন ডলার।

আর বিশ্বজুড়ে এই ছবিটি মোট ১.৩৪ মিলিয়ন ডলার আয় করেছে। অন্যদিকে সুপার মারিও বিশ্বজুড়ে মোট ১.৩৫৮ মিলিয়ন ডলার রোজগার করেছিল। ফলে বুঝতেই পারছেন দুই ছবির মোট আয়ের ফারাক আর নামমাত্র।

এখন বক্স অফিসে বার্বির সঙ্গে জোর টক্কর হচ্ছে গ্র্যান তুরিমোর সঙ্গে। জুলাই মাসে মুক্তি পায় বার্বি। প্রথম সপ্তাহে এটি ১৫২ মিলিয়ন ডলার আয় করেছিল। তখন বক্স অফিসে এটার সঙ্গে টক্কর জমেছিল ওপেনহাইমারের।

আরও পড়ুন: বাংলাদেশে যে দিন মুক্তি পাবে শাহরুখের ‘জওয়ান’

বার্বি যে কেবল এই বছরের সব থেকে বেশি আয় করা ছবি হয়েছে এমনটা একদমই নয়। এটা সব থেকে বেশি আয় করা ছবি যা একজন মহিলা পরিচালক তৈরি করেছেন। ওয়ার্নার ব্রাদার্সের সব থেকে বেশি আয় করা ছবিও এটি হতে চলেছে বটে, তাও খুব শীঘ্রই। হ্যারি পটারের রেকর্ড ভাঙতে আর কিছু সময়েরই অপেক্ষা!

বার্বি ছবিটির পরিচালনা করেছেন গ্রেটা জারউইগ। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মারগট রবি এবং রায়ান গসলিং। এছাড়াও উইল ফেরেল, এমা ম্যাকে, সিমু লিউ, মাইকেল সেরা, প্রমুখ।

এসি/ আই. কে. জে/ 




বার্বি হ্যারি পটার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250