বুধবার, ২রা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে নতুন বাংলাদেশে উগ্রবাদ উত্থানের প্রসঙ্গে যা বলা হয়েছে *** নিউইয়র্ক টাইমসের আলোচিত নিবন্ধ নিয়ে যা বলছে সরকার *** সবাই মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: খালেদা জিয়া *** শুল্ক নিয়ে কাল কী ঘোষণা দিতে যাচ্ছেন ট্রাম্প *** চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে যা হচ্ছে ভারতে *** তাপপ্রবাহের মধ্যে দেশজুড়ে বৃষ্টির কথা জানাল আবহাওয়া অধিদপ্তর *** প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শাহবাজ শরিফের ফোন *** অধ্যাপক ইউনূসকে নরেন্দ্র মোদির ঈদের শুভেচ্ছা *** দেশে এখন শান্তি ফিরিয়ে আনা জরুরি: প্রধান উপদেষ্টা *** এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত বিএনপির!

১৪ ইঞ্চি উচ্চতার বাছুরের জন্ম!

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৯ অপরাহ্ন, ৯ই এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

উচ্চতা মাত্র ১৪ ইঞ্চি, আর ওজন মাত্র ১২ কেজি। এই অস্বাভাবিক ছোট আকারের দেশীয় জাতের বাছুরের জন্ম নিয়ে হইচই পড়ে গেছে চারিদিকে।

এই বাছুরটিকে একবার দেখার জন্য পটুয়াখালী গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চরশিবার ৭নং ওয়ার্ডে সাখয়াত মাতব্বরের বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। বামুন বাছুরটির আকার একটি ছাগল ছানার থেকে সামান্য বড়। দেশের কল্যাণে এটিকে চিড়িয়াখানা অথবা প্রাণিসম্পদ গবেষণার কাজে দিতে চান সাখয়াত।

সাধারণত দেশীয় জাতের বাছুর প্রসবের সময় ওজন হয় গড়ে ২৫ থেকে ৩০ কেজি। উচ্চতা থাকে ২৫ থেকে ৩৩ ইঞ্চি। এ বাছুরটি জন্ম নিয়েছে ২৫ মার্চ। সাধারণত গরু গর্ভধারণের সময় ৯ মাস ১০ দিন। তবে এ বাছুরটি তার এক মাস আগেই প্রসব হয়।

গরুটির মালিক সাখয়াত মাতব্বর বলেন, আমার দেশি জাতের গরুটি এই বাছুর প্রসব করেছে। এর আগে ওই গরুর আরও দুটি বাছুর হয়েছে তার মধ্যে একটি মারা গেছে। ওই দুটি স্বাভাবিক আকারের হয়েছে। যেটি বেঁচে আছে তার কোনো সমস্যা নেই। তবে, এই বাছুরটি অনেক ছোট। এমন ছোট বাছুর আমি এর আগে কখনো দেখিনি।

তিনি আরও বলেন, বাছুরটি এতই ছোট যে সে তার মায়ের দুধের বাডের নাগাল পাচ্ছে না। আর গরুটিও তার এই সন্তানকে মেনে নিচ্ছে না। কাছে গেলেই লাথি মেরে দূরে সরিয়ে দিচ্ছে। এ কারণে গরুটির দুধ দুইয়ে ফিডারে ভরে বাছুরটিকে খাওয়াতে হচ্ছে। গরুটি সুস্থ ও স্বাভাবিক রাখতে প্রতিদিন চিকিৎসা দেয়া হচ্ছে। দেশের কল্যাণে এটিকে চিড়িয়াখানা অথবা প্রাণিসম্পদ গবেষণার কাজে দিতে চান তিনি।

এদিকে বাছুরটি একনজর দেখতে দুর দুরন্ত থেকে গরুটির মালিক সাখয়াত মাতব্বর এর বাড়িতে ভিড় করছেন সাধারণ মানুষ। অনেকেই গরুটির সঙ্গে সেলফিও তুলছেন।

প্রাণিসম্পদ অফিসের সঙ্গে কথা বলে এটিকে রেকর্ডে রাখা যায় কিনা সেই ভাবে ব্যবস্থা নেয়ার কথা জানালেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল।

গত পাঁচ বছর আগে গরুটি ৪০ হাজার টাকায় কিনলে তিনটি বাছুরের মধ্যে প্রথমটি মারা যায় দ্বিতীয়টি স্বাভাবিক ভাবে রয়েছে আর এই বাছুরটি আকারে অনেক ছোট হয়েছে।

এমএইচডি/

বামুন বাছুর জন্ম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন