দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ১৭ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন।
রোববার (৭ই জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আসনটির মোট ১২৮টি কেন্দ্রের মধ্যে ২৩টির ফলাফল পাওয়া গেছে।
আরো পড়ুন: ৮০ শতাংশ ভোট পেয়ে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমন
এতে দেখা যায়, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী ২৭ হাজার ৫৫৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া কেটলি প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৩৫৬। নারায়ণগঞ্জ-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৫ হাজার ৬১৬ জন।
এসি/