শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

২৪শে ফেব্রুয়ারি হবে বুয়েট ভর্তি পরীক্ষা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। প্রথম ধাপের পরীক্ষা আগামী ২৪শে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। পরের মাসে হবে লিখিত পরীক্ষা। 

মঙ্গলবার (২৬শে ডিসেম্বর) দুপুরে বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভা শেষে কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. জীবন পোদ্দার এ তথ্য নিশ্চিত করেন।

আরো পড়ুন: মেডিকেলে ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি

অধ্যাপক জীবন পোদ্দার বলেন, দুটি তারিখ ঠিক করা হয়েছে। ২৪শে ফেব্রুয়ারি প্রিলিমিনারি ভর্তি পরীক্ষা হবে। এরপর ১৬ই মার্চ হবে লিখিত পরীক্ষা। এর আগে তারিখ দুটি অ্যাকাডেমিক কাউন্সিলে অনুমোদন হতে হবে।

ভর্তি কমিটির সূত্র জানায়, বুয়েটের ভর্তি কমিটির সভায় প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা দুটির তারিখ সুপারিশ করা হয়েছে। শিক্ষা পরিষদের (অ্যাকাডেমিক কাউন্সিল) সভায় এটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

এদিকে, বুয়েট সূত্র জানিয়েছে- গত শিক্ষাবর্ষে যেভাবে ভর্তি পরীক্ষা হয়েছিল, এবারও সে অনুযায়ী পরীক্ষা আয়োজন করা হবে। বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না।

মূলত দুই ধাপে বুয়েটের ভর্তি পরীক্ষা নেওয়া হয়। প্রথম ধাপে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রাক-নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে। এতে উত্তীর্ণদের নিয়ে বুয়েট ক্যাম্পাসে লিখিত পরীক্ষা হবে। প্রাক-নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং (ভুল উত্তরের জন্য নম্বর কাটা) থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে প্রশ্নের মানের ২৫ শতাংশ কেটে নেওয়া হবে।

২০২২-২৩ শিক্ষাবর্ষে মোট ১ হাজার ৩০৯টি আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল। এবার ঠিক কত আসনে ভর্তি নেওয়া হবে, তা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর জানা যাবে।

এইচআ/ এসি


বুয়েট ভর্তি পরীক্ষা

খবরটি শেয়ার করুন