সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

৪ বছর পর পাকিস্তান ফিরছেন নওয়াজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০১ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

ছবি: নওয়াজ শরিফ

চারবছরের নির্বাসন শেষে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ লন্ডন থেকে দেশে ফিরছেন। জিও নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য  জানা গেছে। 

তার পারিবারিক সূত্রে জানা গেছে, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা আগামী মধ্য সেপ্টেম্বরে লন্ডন থেকে ফিরবেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক শরিফের পরিবারের একজন সদস্য বলেছেন, ‘নওয়াজ এক মাস পর লন্ডন থেকে ফিরবেন।’

সম্প্রতি ইউরোপ ও মধ্যপ্রাচ্যে সফরে করেছেন তিনি। সফর শেষে গত সপ্তাহে তিনি লন্ডনে ফেরেন। তার পরিবারের আইনজীবী ও রাজনৈতিক সদস্যরা গত দুই মাস ধরে পরামর্শ দিয়ে আসছিলেন অবিলম্বে পাকিস্তানে ফিরতে। পিএমএল-এনের সদস্যরা তাকে বলেছিলেন আগামী মাসের মাঝামাঝি পাকিস্তানে ফেরার উপযুক্ত সময়।

সূত্রটি আরও জানায়, ‘গত চার বছরের নির্বাসন শেষে সেপ্টেম্বরে পাকিস্তানে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী।’

২০১৯ সালে নওয়াজ শরিফ দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হন।  পরে চিকিৎসার জন্য সেবছর নভেম্বরে দেশ ছাড়েন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

গত বছর পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরান খান প্রধানমন্ত্রিত্ব হারানোয় ক্ষমতায় বসেন শাহবাজ শরিফ। তখন থেকে দেশটির রাজনৈতিক মহলে নওয়াজের দেশে ফেরার গুঞ্জন শুরু হয়।

এম.এস.এইচ/

পাকিস্তান পাকিস্তানের নির্বাচন

খবরটি শেয়ার করুন