রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

৭৫ এ পা দিয়ে হেমা মালিনী যা বললেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫০ পূর্বাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

হেমা মালিনী ভারতের বিখ্যাত অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক। ১৯৬৮ সালে স্বপ্ন কা সওদাগর চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় অভিষিক্ত হন। তিনি নায়ক ধর্মেন্দ্র ও রাজেশ খান্নার সাথে জুটি হয়ে অনেক হিট চলচ্চিত্রে অভিনয় করেন। সর্বমোট ১১ বার ফিল্মফেয়ার পুরষ্কারে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পান। ২০০০ সালে তিনি পদ্মশ্রী সম্মাননা লাভ করেন।

৭৫ বছরে পা দিলেন হেমা মালিনী। বলিউডের এই সুন্দরী অভিনেত্রী তাঁর জন্মদিনে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে জানান, '৭৫ বছরটা বিশেষ। প্রতি বছর আসে না।'

হেমা মালিনী জানান, 'আমি এতদিন কাজে এত ব্যস্ত ছিলাম যে কী করে এতগুলো বছর কেটে গেল বুঝতেই পারলাম না। আমি আজ ৭৫ এ পা দিলাম এটা যেন বিশ্বাসই হচ্ছে না। কিন্তু তবুও বলব বয়স কেবল একটা সংখ্যা।

তুমি কেমন ভাবে নিজেকে ক্যারি করছ, অন্য কাউকে অনুপ্রেরণা জোগাচ্ছ কিনা সেটাই আসল। এটাই জীবন। যা কাজ পাই সেটা করি, আমার সন্তান, নাতি নাতনিদের সঙ্গে তারপর সময় কাটাই।'

গোটা মাস খুব ব্যস্ততায় কাটবে তাঁর এমনটাই জানিয়েছেন। মথুরায় তাঁর নির্বাচন কেন্দ্র গিয়ে কিছু সাধু সন্ন্যাসীর সঙ্গে দেখা করেছেন বলে জানান। এরপর দিল্লি গিয়ে তিনি তাঁর দলের সদস্যদের সঙ্গে দেখা করেন।

এবার মুম্বইতে একটা বড় পার্টি দেবেন তিনি তাঁর জন্মদিনের জন্য। তিনি এই পার্টি প্রসঙ্গে জানান, 'এই ইন্ডাস্ট্রিতেও আমার অনেকগুলো বছর কেটে গেল। আমার ক্যারিয়ারটা এত ভালো সুন্দর কারণ আমি দারুণ সমস্ত মানুষের সঙ্গে কাজ করেছি। ৭৫ বছরটা বিশেষ কারণ এই বছর আমি সেই সব মানুষদের সঙ্গে দেখা করব, তাঁদের ধন্যবাদ জানাব। এটা তো আর প্রতি বছর হয় না। প্রতি বছর জন্মদিন তো বাড়ির লোকের সঙ্গেই কেটে যায়।'

আরো পড়ুন: জয়াকে শুভকামনা জানালেন অজয় দেবগন

তাঁর স্বামী ধর্মেন্দ্রও তাঁর জন্মদিনের জন্য এই সময় ফিরে এসেছেন। অভিনেত্রী জানিয়েছেন, 'আমার জন্মদিনের জন্য ও লন্ডন থেকে ফিরে এসেছে। এটাই আমার সব থেকে বড় উপহার। আমায় ও সময় দিচ্ছে এখন।'

হেমা মালিনীর ক্যারিয়ারের সেরা সময় কোনটা? অভিনেত্রীর কথায়, 'আমি যখন আমার ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। ১৯৭৫ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সময়টা আমার কাছে বিশেষ। আমার মনে হয় না আমি সেই সময় একদিনও বিশ্রাম নিয়েছি। সমানে কাজ করে গিয়েছি তখন।

একদিন শোলের শুটিং করছি তো পরদিন আফগানিস্তান চলে যাচ্ছি অন্য ছবির কাজে। আবার তার পরই রাশিয়া যাচ্ছি, ফিরে এসেই নাসিকে অন্য ছবির কাজ করছি। আমি আমার ব্যক্তিগত জীবনের মতো পর্দাতেও এত ধরনের চরিত্র করেছি যে কী বলব। ওই সময়টা খুব ভালো কেটেছে।

এসি/  আই.কে.জে


হেমা মালিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250