সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘বেস্ট গোল অব দ্য ম্যাচ ডে’র সেরা চারে মেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৬ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

শৈশবেই লিওনেল মেসির প্রতিভার কথা আলোচিত হচ্ছিল। কিশোর মেসির ফুটবল ইউরোপের অনেক ক্লাবকে আকৃষ্ট করলেও অনেকে পিছিয়ে যেত। কারণ মেসি শৈশবে গ্রোথ হরমোন সমস্যায় ভুগছিলেন। এর চিকিৎসা ছিল ব্যয়বহুল। কিন্তু ১৩ বছর বয়সে মেসিকে বার্সেলোনা তাদের যুব একাডেমিতে নিয়ে আসে। যুব একাডেমির তখনকার পরিচালক মেসিকে ট্রায়ালে দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন, হাতের কাছে কোনো কাগজ না পেয়ে নিজের রুমালে চুক্তিপত্র লিখে ফেলেছিলেন বলে একটা কথা প্রচলিত আছে। ২০০৪ সালের অক্টোবরে ১৭ বছর বয়সে মেসি বার্সেলোনার মূল দলের হয়ে অভিষিক্ত হন। বিশ্বসেরা হয়ে উঠতে খুব বেশি সময় নেননি। এরপর শুধুই সামনে এগিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রে লিওনেল মেসির মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামিতে নাম লেখানোর পর দলটির হয়ে এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছেন। তিনি ৯ ম্যাচে গোল করেছেন ১১টি। জিতেছেন লিগস কাপের শিরোপা। দলকে তুলেছেন ইউএস ওপেন কাপের ফাইনালে।

এমএলএসে মেসির অভিষেক হয়েছে বাংলাদেশ সময় রোববার ভোরে। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে সেই ম্যাচে বদলি হিসেবে নেমেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। ৬০ মিনিটে তিনি যখন বদলি হিসেবে মাঠে নামেন, ইন্টার মায়ামি ১-০ ব্যবধানে এগিয়ে। ৮৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ইন্টার মায়ামি শেষ পর্যন্ত ম্যাচটি জেতে ২-০ গোলেই।

এমএলএসের অভিষেকে করা গোলটি তাঁকে যুক্তরাষ্ট্রের ফুটবলে এনে দিতে পারে প্রথম ব্যক্তিগত পুরস্কার। গোলটি যে ‘গোল অব দ্য ম্যাচ ডে’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এ ছাড়া এমএলএসের সপ্তাহের সেরা দলে বদলি খেলোয়াড়ের তালিকায় আছেন মেসি। 

সেরা গোলের জন্য মেসি ছাড়া মনোনয়ন পেয়েছেন আটালান্ডার সাবা লবজানিদজে ও জান্ডে সিলভা এবং স্পোর্টিং কানসাস সিটির এরিক টমি। পুরস্কারটি যে মেসিই পাচ্ছেন, তা বলেই দেওয়া যায়। এই প্রতিবেদন লেখার সময়, এমএলএসের টুইটারে সেরা গোল নির্বাচনে মেসি পেয়েছেন ৮৯.১ শতাংশ ভোট। 

আর.এইচ  

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন