সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

‘মায়ের দুধের পরিবর্তে ফর্মুলা খাওয়ানোর প্রচারণা একটি প্রতারণা’

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৩ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

শিশুদের লালন-পালনের সুবিধার্থে প্রতিটি অফিসে ডে কেয়ার সেন্টার থাকা প্রয়োজন বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার। এ সংক্রান্ত আইন রয়েছে জানিয়ে তা যথাযথ কার্যকর কারার উপর জোর দিয়েছেন তিনি। এ সময় শিশুদের মায়ের দুধের পরিবর্তে ফর্মুলা খাওয়ানোর প্রচারণাকে ‘প্রতারণা’ বলে মন্তব্য করেন স্বাস্থ্য সচিব।

রোববার (৬ আগস্ট) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য সচিব বলেন, প্রতিটি অফিসে ডে কেয়ার সেন্টার থাকার বিষয়ে জোর দিতে হবে। এ বিষয়ে নির্দেশনা জারি করতে হবে। হাসপাতাল, অফিস-আদালত সব জায়গায় ডে কেয়ার সেন্টার থাকতে হবে। এ সংক্রান্ত একটি আইনও হয়েছে। তবে সে আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না। এখন থেকে তা ভালোভাবেই প্রয়োগ করতে হবে।

পিতৃত্বকালীন ছুটির প্রয়োজনীয়তা রয়েছে জানিয়ে তিনি বলেন, মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি পিতৃত্বকালীন ছুটিও অনেক বেশি প্রয়োজন। শুধু মায়ের সঙ্গে বাচ্চার ইন্টারেকশন না, বাবারও ইন্টারেকশন প্রয়োজন হয়। মায়েদের কষ্ট বাবাদেরও দেখা প্রয়োজন।

ফর্মুলা খাওয়ানোর প্রচারণাকে প্রতারণা উল্লেখ করে তিনি বলেন, বৈজ্ঞানিকভাবেও বলা হয়ে থাকে শিশুর জন্মের সময়ই মায়ের বুকের দুধ সৃষ্টি হয়। এটিই শিশুরা পাবে। কিন্তু শিশুর জন্মের পরপরই অনেকে বলে থাকে, শিশু দুধ পাচ্ছে না। তবে এমনটি হওয়া অনেকটা মনস্তাত্ত্বিক।

শিশুদের মায়ের দুধ না দিয়ে ফর্মুলা খাওয়ানো এবং এ নিয়ে প্রচারণা মানুষের সঙ্গে এ ধরনের বঞ্চনা ও প্রতারণা। শিশুকে মায়ের দুধ না দিয়ে ফর্মুলা খাওয়ানো উচিৎ নয়। মায়ের দুধের সঙ্গে ফর্মুলা দুধও খাওয়ানো হচ্ছে। আর এমনভাবে প্রচারণা হচ্ছে যে, এটি (ফর্মুলা দুধ) শিশুর জন্য সব সমস্যার সমাধান। বিষয়টি অমানবিক।

স্বাস্থ্য সচিব আনোয়ার হোসেন হাওলাদার বলেন, জন্মের পর দুনিয়াতে এসে একটি শিশু অসহায় হয়ে পড়ে। তখন তার বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মায়ের বুকের দুধ। তার অনেক বেশি বাইরের জগতের জীবাণু প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন হয়।

রোগ প্রতিরোধ ও শারীরিক গঠন বৃদ্ধিসহ সবকিছুর জন্য শিশুর মায়ের দুধ প্রয়োজন। আর ৬ মাস বয়স পর্যন্ত তো বুকের দুধ ছাড়া অন্য কিছু খাওয়ানো যাবে না। ৬ মাস পর শিশুর খাদ্যচাহিদা বাড়লে অন্য খাবার খাওয়ানো যাবে।

একই অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মুহাম্মদ খুরশিদ আলম বলেন, দেশের সরকারি-বেসরকারি সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং কর্নার থাকা জরুরি। মাতৃদুগ্ধের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টিতে সারাদেশে ২১৮২টি ব্রেস্ট ফিডিং কর্নার এবং ১৩২৬টি ডে কেয়ার সেন্টার করে দেওয়া হয়েছে।

আরো পড়ুন: বিয়ে করলে কমবে ক্যানসারে মৃত্যুর ঝুঁকি, বাড়বে আয়ু : গবেষণা

ব্রেস্ট ফিডিং কর্নার না থাকলে হাসপাতালের অনুমোদন দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্য বিভাগ বেসরকারি  প্রতিষ্ঠানগুলোতেও ব্রেস্ট ফিডিং ও ডে কেয়ার সেন্টার চালুর উদ্যোগকে উৎসাহিত করতে চায়। এ লক্ষ্যে হাসপাতালগুলোর অনুমোদন ও পুনঃঅনুমোদন দেওয়ার সময় ব্রেস্ট ফিডিং কর্নার ও ডে কেয়ার আছে কি না তা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের নির্দেশনা চাওয়া হবে।

এসি/ আইকেজে 



‘মায়ের দুধ

খবরটি শেয়ার করুন