শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

ক্যানসার জয়ী ছেলেকে নিয়ে বই লিখলেন ইমরান হাসমি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

যে রোগের পূর্ণাঙ্গ ওষুধ আজও আবিষ্কার হয়নি। সেই মারণ রোগ ক্যানসারেই আক্রান্ত হয়েছিল বলিউড অভিনেতা ইমরান হাসমির ১৩ বছরের ছেলে আয়ান। সঠিক সময়ে সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে সে। 

এরপরই ক্যানসার-জয়ী ছেলের সঙ্গে সামাজিক মাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করেছেন ইমরান হাসমি। এতে দেখা যায় ছেলে আয়ান একটি বই পড়ছে। যে বইয়ের উপজীব্য হলো, আয়ান কীভাবে ক্যানসারকে হারিয়ে জীবনযুদ্ধে জিতে গেছে।

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ইমরান যে ছবিটি পোস্ট করেছেন এতে দেখা যাচ্ছে, ছেলের গলা জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন গর্বিত বাবা। আর ভিডিওতে দেখা যাচ্ছে, আয়ান একটি বই পড়ছে, যার নাম কিস অফ লাইফ: হাউ এ সুপারহিরো অ্যান্ড মাই সন ডিফিটেড ক্যানসার। ক্যাপশনে ইমরান লিখেছেন, সর্বদা এমন একজনের উপর আমি ভরসা রাখতে পারি। আমার ছেলে, আমার বন্ধু, আমার সুপারহিরো- আয়ান! 

আরো পড়ুনদেড় বছর প্রেমের পর কাকে বিয়ে করলেন জোভান?

২০১৪ সালে মারণ রোগে আক্রান্ত হয়েছিলেন আয়ান। ৫ বছর লড়াইয়ের পর অবশেষে একরত্তি ছেলের জীবনীশক্তির কাছে হার মানে ক্যানসার। ইমরানের সেই পোস্টে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ বাবা-ছেলের রসায়নে মুগ্ধ, তো কেউ হার্ট ইমোজি দিয়ে ভালবাসা জানিয়েছেন। 

ইমরান আরও একটি পোস্ট করেছেন। এতেই স্পষ্ট, কেন ৫ বছর আগে ক্যানসার-মুক্ত হয়ে যাওয়ার পর হঠাৎ সে কথা জানালেন ইমরান। অভিনেতা জানিয়েছেন, এটিই হলো সে দিন, ২০১৪ সালে যেদিন প্রথম ছেলের ক্যানসারে আক্রান্ত হওয়ার সেই ভয়ঙ্কর দুঃসংবাদ পেয়েছিলেন তারা।

ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে ইমরান লিখেছেন, আমাদের জীবনের সবচেয়ে কঠিন পর্যায় ছিল। কিন্তু বিশ্বাস এবং আশা দিয়ে আমরা তা কাটিয়ে উঠতে পেরেছি। আরও গুরুত্বপূর্ণ যে, ও এটা কাটিয়ে উঠেছে এবং সবকিছুর,মধ্যেও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আপনাদের ভালবাসা এবং প্রার্থনা নিয়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য অসীম কৃতজ্ঞতা।

এসি/ আই. কে. জে/ 


ক্যানসার ইমরান হাসমি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250