ছবি-সংগৃহীত
কিছুদিন ধরেই বলিপাড়ায় ঐশ্বর্য ও অভিষেক বচ্চনের সম্পর্কের ফাটল নিয়ে নানা গুঞ্জন চলছিল। নিন্দুকরা যখন ঐশ্বর্য ও অভিষেকের দাম্পত্য কলোহের চর্চায় ব্যস্ত, ঠিক তখনই আদিত্য চোপড়ার ঘরনি অভিনেত্রী রানি মুখোপাধ্যায় গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, খুশি থাকতে হলে ডিভোর্স দরকার।
এমন মন্তব্য নিয়ে হইচই পড়ে গেল বিনোদন দুনিয়ায়। রানির এই কথা নিন্দুকরা একেবারে লুফে নিলেন। সঙ্গে সঙ্গে বলিপাড়ায় নতুন গুঞ্জন। তাহলে কী আদিত্য চোপড়ার সঙ্গে অশান্তি অভিনেত্রীর?
গুঞ্জনপাড়ায় এমন খবর ছড়িয়ে পড়ার আগে পুরো বিষয়টা সামলে নিলেন রানি নিজেই। আসলে ডিভোর্সের কথা রানি বলেছেন, করণ জোহরের ছবি ‘কভি অলবিদা না কহেনা’ প্রসঙ্গে। সাক্ষাৎকারে রানি জানান, ”করণ জোহরের কভি অলবিদা না কহেনা ছবি যখন মুক্তি পায়, তখন এই ছবির গল্প সবাইকে চমকে দিয়েছিল।
এমনকী, সেই সময় জানতে পেরেছিলাম এই ছবি দেখে, অনেকেই তাঁদের তিক্ত দাম্পত্য থেকে বেরিয়ে নতুন পজিটিভ একটা সম্পর্কে জড়িয়েছে। আসলে করণের এই ছবি খুশি থাকার কথা বলে, নিজেকে সুখী করার কথা বলে। যেটা তো অন্যায় নয়।”
আরো পড়ুন: সালমানের সাথে শ্রাবন্তীদের ছবি তোলার সুযোগ করে দিলেন মমতা
রানি আরও বলেন, ”এই ছবিতে মহিলাদের ব্যক্তিগত ইচ্ছে, অনিচ্ছা তুলে ধরা হয়। যা কিন্তু সেই সময় দাঁড়িয়ে অনেকটাই সাহসী ছবি ছিল। আসলে কভি অলবিদা না কহেনা সময়ের আগে তৈরি হওয়া একটা ছবি।”
২০১৪ সালের এপ্রিল মাসের ২১শে তারিখ যশ চোপড়াপুত্র পরিচালক ও প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রানি মুখোপাধ্যায়। আদিত্য ও রানির একটি কন্যাসন্তানও রয়েছে, যার নাম আদিরা। খুব একটা সিনেমার পর্দায় রানিকে দেখা যায় না।
ছবি করেন খুব বেছে। চলতি বছরের মার্চ মাসে মুক্তি পাওয়া ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ ছবিতে শেষ দেখা গিয়েছে রানিকে।
এসি/ আই.কে.জে