বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা *** প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪ হাজার শুন্য পদ পূরণে উদ্যোগ

রণবীরের সঙ্গে তৃপ্তি দিমরির অন্তরঙ্গ দৃশ্যে দর্শক হৃদয়ে ঝড়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১১ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বলিউড অভিনেতা রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ মুক্তির পর আলোচনা থামছেই না। বিশেষ করে এই সিনেমায় রণবীরের সঙ্গে অভিনেত্রী তৃপ্তি দিমরির অন্তরঙ্গ দৃশ্য দর্শকদের হৃদয়ে ঝড় তুলেছে। 

সিনেমায় তৃপ্তির অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে। বিশেষ করে খোলামেলা দৃশ্যে তার সাহসী পারফরম্যান্স। যেখানে একপ্রকার পোশাক ছাড়াই দেখা মিলেছে তার। এমন দৃশ্যে অভিনয়ের পর তৃপ্তির জনপ্রিয়তা এখন তুঙ্গে। সাফল্যের জোয়ারে ভাসছেন তিনি।

এর আগে ‘বুলবুল’ ও ‘কালা’র মতো সিরিজে তার অভিনয় ছিল অন্য ঘরানার। কিন্তু ‘অ্যানিমেল’এ রণবীর কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে রাতারাতি তার ফলোয়ার সংখ্যাও বেড়ে গেছে।  ইনস্টাগ্রামে মাত্র ছয় লাখ থেকে ৩.২ মিলিয়ন, খুব দ্রুত বেড়েছে তার ফলোয়ার সংখ্যা।

 সাহসী দৃশ্যে তার অভিনয়ের জন্য তার বাবা-মায়ের কী প্রতিক্রিয়া ছিল সে বিষয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘রণবীরের সঙ্গে ওই অন্তরঙ্গ দৃশ্য দেখার পর আমার বাবা-মা একটু হতবাকই হয়েছিলেন।

আমাকে বলেন, তারা কখনও এ ধরনের ছবি দেখেননি। আমি এমন দৃশ্যে অভিনয় না করলেই পারতাম।’

আরো পড়ুন: রণবীর কাপুরের প্রথম স্ত্রী আলিয়া নন!

তৃপ্তি আরও বলেন, মেয়ের দিক থেকে বিষয়টি বুঝেছেন বাবা-মা। পরক্ষণেই বলেছেন, ‘ঠিক আছে। অভিভাবক হিসেবে তোমার বিষয়টি আমরা অবশ্যই বুঝবো।’

বলিউড তারকা তৃপ্তি দিমরির জন্ম ১৯৯৪ সালের ২৩শে ফেব্রুয়ারি। তিনি কমেডি চলচ্চিত্র ‘পোস্টার বয়েজ’ (২০১৭)-এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন ২০১৭ সালে। এরপর প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র ‘লায়লা মজনু’তে প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় করেন। এরপর থেকে তিনি অনভিতা দত্তের চলচ্চিত্র ‘বুলবুল’ এবং ‘কালা’তে অভিনয় করেছেন। তিনি ফোর্বস এশিয়ার ২০২১ সালের থার্টি আন্ডার থার্টি তালিকায় স্থান পেয়েছেন।

এসি/ আই.কে.জে


রণবীর তৃপ্তি দিমরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন