ছবি: সংগৃহীত
এবারের পবিত্র ঈদুল ফিতরের দিন থেকে নতুন শাখা উদ্বোধন করতে যাচ্ছে মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্ট শপিং মলে চালু হচ্ছে নতুন এ শাখা। ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সিনেপ্লেক্স চালু করার মাধ্যমে দেশে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স।
ধীরে ধীরে ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন শহরে চালু হয়েছে এর নতুন নতুন শাখা। বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্ট শপিং মলে তৈরি সিনেপ্লেক্সের নতুন শাখাটি দর্শকদের জন্য খুলে দেওয়া হবে ঈদের দিন থেকে। ওই দিন থেকেই দর্শকরা এখানে সিনেমা দেখতে পারবেন।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘এ এলাকার দর্শকদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল একটি ভালো মানের সিনেমা হল। অনেক দর্শক আমাদেরকে সরাসরি এবং অনলাইনে অনুরোধ জানিয়েছিলেন, উত্তরা এলাকায় একটি শাখা চালু করার জন্য। অবশেষে তাদের সেই অনুরোধ পূরণ করতে পেরে আমরা আনন্দিত।’
মেসবাহউদ্দিন জানিয়েছেন, চারটি হল আছে এ মাল্টিপ্লেক্সে। এর মধ্যে একটি ভিআইপি হল, একটি রয়েল হল এবং দুটি প্রিমিয়াম হল। আসনসংখ্যা যথাক্রমে ৮৩, ৪৮, ১৭৫ ও ৩৩১টি। হলগুলোতে থাকছে নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক সাউন্ড সিস্টেম ও জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের নানা সুবিধা।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন