বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পিআর পদ্ধতিতে হবে ১০০ সংসদীয় আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত *** কিছু দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা *** গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি: সেনাসদর *** বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্পের শুল্ক ১৫ শতাংশে নামাল দ. কোরিয়া *** মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরেই নির্বাচন *** শেখ হাসিনা আমলের নির্যাতনের অবসান, তবে রাজনৈতিক প্রতিপক্ষ দমন অব্যাহত: এইচআরডব্লিউ *** খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, ৫ কোটি টাকা জব্দ করল সিআইডি *** আগামী ৫-৬ দিন খুবই ক্রুশিয়াল, নির্বাচন নির্ধারিত সময়েই হবে: শফিকুল আলম *** উচ্চকক্ষের পিআর নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, পরে কোলাকুলি *** ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

২৫০ পর্বে ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৩ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

২৫০ পর্বের মাইলফলক স্পর্শ করছে বৈশাখী টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’। আজ বুধবার (৩০শে জুলাই) রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিকটির ২৫০তম পর্ব। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রাশেদ সীমান্ত। এই প্রথম কোনো দীর্ঘ ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করেছেন তিনি। 

বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে, আহসান আলমগীরের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। রাশেদ সীমান্ত ছাড়াও এতে অভিনয় করেছেন তানজিকা আমিন, অহনা রহমান, নীলা ইসলাম, শফিক খান দিলু, বিনয় ভদ্র, ফাতেমা হীরা, হায়দার আলী, সাইকা আহমেদ, নেহা মনি, সিদ্দিক মাস্টার, নিজামউদ্দিন, জামাল রাজা, ম আ সালামসহ অনেকে।

ধারাবাহিকটির প্রযোজনা প্রতিষ্ঠান মিড এন্টারপ্রাইজ জানিয়েছে, এই প্রথম কোনো দীর্ঘ ধারাবাহিক নাটকের শুটিং বাংলাদেশ ছাড়াও ব্রিটেন ও অস্ট্রেলিয়ায় চিত্রায়িত হচ্ছে। ইউরোপের অন্যান্য দেশেও এ নাটকের শুটিং হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ধারাবাহিকটির গল্প তৈরি হয়েছে হাবু নামের এক গ্রামের ছেলেকে ঘিরে। স্কলারশিপ পেয়ে সে অস্ট্রেলিয়ায় যায় লেখাপড়া করতে। পাঁচ বছর পড়ালেখা করার সময়ে হাবুর যেকোনো বিপদ-আপদে পাশে দাঁড়ায় আরেক বাংলাদেশি সহপাঠী মারজান। হাবু ভালো ফলাফল করে।

ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাকে চাকরির প্রস্তাব দেয়। কিন্তু হাবু জানায়, সে তার মেধা নিজের দেশের জন্য কাজে লাগাতে চায়। হাবু ফিরে আসে দেশে। কিন্তু গ্রামে ফিরে একের পর এক ষড়যন্ত্রের শিকার হতে থাকে সে। ‘হাবুর স্কলারশিপ’ প্রচার হচ্ছে সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে বৈশাখী টিভিতে।

জে.এস/

নাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন