সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট *** শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, তাকে পুশ-ইন করা হচ্ছে না কেন: রিজভী *** দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি নেওয়া হবে দলগুলোর *** আগস্ট থেকেই শুরু পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ: স্বরাষ্ট্র উপদেষ্টা *** ২০ বছর পর নিজের নাম লিখলেন পক্ষাঘাতগ্রস্ত নারী, সম্ভব করল মাথায় বসানো চিপ *** প্রথমবারের মতো এক বছরেই ৪০৯ কোটি ডলার বিদেশি ঋণ শোধ *** স্বৈরাচার রুখতেই সংলাপে অংশ নিচ্ছি: সালাহউদ্দিন আহমদ *** জুলাই গণ-অভ্যুত্থানে আমেরিকার যুক্ততার অভিযোগ মিথ, বললেন সাবেক কূটনীতিক *** ১লা আগস্ট ৫ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে উত্তরাঞ্চলের ৩ জেলা

পশ্চিম তীরে সহিংসতা রোধে ইসরায়েলকে আবারো তাগিদ আমেরিকার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫০ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্যালেস্টাইন অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা রোধে ইসরায়েলকে ফের তাগিদ দিয়েছে আমেরিকা। দেশটি বলছে, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতার বিষয়ে ইসরায়েলকে ‘আরো কিছু করতে হবে’।

এর আগে চলতি মাসেই পশ্চিম তীরে সহিংস ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ শুরু করার ঘোষণা দেয় দেশটি। মঙ্গলবার (১৯ই ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতার নিন্দা করার পাশাপাশি একজন আমেরিকান  কূটনীতিক মঙ্গলবার ইসরায়েলকে আক্রমণ বন্ধ করতে ‘আরও কিছু করার’ দাবি জানিয়েছেন।

জাতিসংঘে নিযুক্ত আমেরিকার উপ-রাষ্ট্রদূত রবার্ট উড স্বাধীন রাষ্ট্রের কথা উল্লেখ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন, ‘বিশেষ সমন্বয়কারী ওয়েনেসল্যান্ড যেমন হাইলাইট করেছেন, গত বছর পশ্চিম তীরে যেসব ঘটনা উন্মোচিত হয়েছে তা আমাদের সেই বাস্তবতা থেকে আরো দূরে সরিয়ে দিয়েছে। এর মধ্যে পশ্চিম তীরে বসতি স্থাপনের চলমান নির্মাণও অন্তর্ভুক্ত রয়েছে। যা (স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার) সম্ভাবনাকে দুর্বল করছে।’

আরো পড়ুন: আরেক দফা যুদ্ধবিরতিতে ইসরায়েলের সম্মতি

তিনি বলেন, আমরা এই ‘হিংসাত্মক হামলার নিন্দা করে। আমরা বিশ্বাস করি, অপরাধীদের অবশ্যই জবাবদিহি করতে হবে’। তার ভাষায়, ‘এবং আমরা বারবার ইসরায়েলি সরকারকে এই সহিংসতার তদন্ত করতে এবং চরমপন্থি বসতি স্থাপনকারীদের অবশ্যই জবাবদিহি করতে হবে বলে জোর দিয়ে জানিয়ে দিয়েছি।’

তিনি আরো বলেন, ‘তার চেয়েও বেশি, ইসরায়েলি কর্মকর্তাদের অবশ্যই এই সহিংসতার আগুনকে উস্কানিমূলক, অমানবিক বক্তব্যের মাধ্যমে আরো উস্কে দেওয়া উচিত নয়। কারণ এই ধরনের উস্কানিমূলক কথার পরিণতি কেবল পশ্চিম তীরে নয় সারা বিশ্বেই আমরা দেখেছি।’

রবার্ট উড বলেন, গত দুই মাসে ইহুদি বিদ্বেষ ও ইসলামবিদ্বেষ বেড়েছে। সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে উড বলেন, সাংবাদিকদের সুরক্ষার জন্য আরও কিছু করতে হবে।

তিনি আরো বলেন, সাংবাদিকরা যা ঘটছে তা শুধু দেখেই যান না। সত্য বলার চেয়ে মহৎ কাজ কমই আছে। সাংবাদিকদের লেখনি হৃদয় ও মন পরিবর্তন করে এবং মানুষকে ভালো কর্মের দিকে নিয়ে যায়।

এর আগে পশ্চিম তীরে সহিংস ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ শুরু করে আমেরিকা। পশ্চিম তীরে সহিংসতা নিয়ে ইসরায়েলকে কয়েক দফায় সতর্ক করার পর গত ৫ ডিসেম্বর ভিসা নিষেধাজ্ঞার এই ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

সূত্র: রয়টার্স

এইচআ/ আই.কে.জে/


আমেরিকা সহিংসতা পশ্চিম তীরে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন