ছবি: সংগৃহীত
বাড়ি নির্মাণ, বাসা স্থানান্তর বা এ ধরণের অন্য যেকোনও কাজে ভারী জিনিস সরাতে সাধারণত প্রযুক্তি বা দক্ষ ব্যক্তির সহায়তা নেয়া হয়। কিন্তু এমন কাজে সাবানের ব্যবহার খুব বেশি দেখা যায় না বললেই চলে। সম্প্রতি কানাডায় এমন কাজের একটি ডিডিও ভাইরাল হয়েছে।
১৮২৬ সালে তৈরি হয়েছিল বাড়িটি। পরে সেটি হোটেলে রূপান্তরিত হয়। নাম ভিক্টোরিয়ান এলমউড হোটেল। কিন্তু ২০১৮ সালে বাড়িটি ভেঙে ফেলার কথা হয়। সেই সময় এগিয়ে আসে ‘গ্যালাক্সি প্রপার্টিস’ নামের এক সংস্থা। তারা ঐতিহাসিক বাড়িটি কিনে ।
আরো পড়ুন: ষাঁড় যখন প্রতিবাদের ভাষা!
ঠিক হয় ২২০ টন ওজনের ভারী হোটেলটিকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। আর ভিক্টোরিয়া আমলের স্থাপত্যটিকে সরাতে ব্যবহার করা হয় সাবান। সাধারণত রোলার বা অন্য যন্ত্রের সাহায্যে বাড়িকে সরানো হয়। কিন্তু এক্ষেত্রে ৭০০ সাবান বিছিয়ে কাজ শেষ করা হয়। সাহায্য করে দুটি এক্সকেভেটর ও একটি ট্রাক।
গ্যালাক্সি প্রপার্টিসের মালিক শেলডন রাশটন শেয়ার করেছেন বাড়িটি সরানোর ভিডিও।
এইচআ/ আই.কে.জে/