শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঈদ ঘিরে জমজমাট রাজনীতি *** ব্যাংককে অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আজ *** 'কী কথা তাহার সাথে?' *** বিশ্ববাণিজ্যে শত বছরের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন *** আমেরিকার সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে: প্রধান উপদেষ্টা *** চাকরিপ্রার্থী না হয়ে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার *** যারা 'ধর্মনিরপেক্ষ বাংলাদেশ' চান, তাদের উদ্দেশ্যে যা বললেন ডেভিড বার্গম্যান *** আমেরিকা থেকে আমদানি পণ্যের শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ: প্রেস সচিব *** বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল আমেরিকা *** বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

পুজোয় কী ধরনের জুতো পরবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৫ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

পুজো শুরু হয়ে গেছে। জামা থেকে শাড়ি সবই কেনা প্রায় শেষ। সব কেনাকাটা শেষে আসে জুতোর সিরিয়াল। পুজোয় সব দিনের জন্য আলাদা আলাদা জুতো কিনেছেন অনেকে। শুধু ম্যাচিং জুতো কিনলেইতো হবে না, নতুন জুতো পরে পায়ে ফোসকা ছাড়া মণ্ডপে ঘুরে ঘুরে প্রতিমা দেখতে পারবেন কি না তাও একটা চিন্তার বিষয়। তাই জুতো কেনার আগে এমন কিছু জুতোর সন্ধান রাখতে হবে, যেগুলো কম্ফোর্টেবল এবং স্টাইলিশও।

ব্যালেরিনা ফ্ল্যাটস- এই ধরনের জুতো দেখতে খুবই সুন্দর। আপনাকে একটি ক্লাসিক লুক উপহার দেয়। তাই এবার পুজোয় ক্লাসিক অথচ ট্রেন্ডি লুক চাইলে, এই জুতো আপনার উইশ লিস্টে রাখতে পারেন। এগুলো যে কোনও ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে খুব ভালো মানায়। কম্ফোর্ট নিয়েও চিন্তা করতে হয় না। চলুন জেনে নেই সেই জুতোগুলো-

লেস বুটস


শাড়ির সঙ্গে যদি এক জোড়া বুট স্টাইলিং করতে পারেন। দুর্দান্ত দেখাবে আপনাকে। ভালো মানের লেস বুটস পরলে পায়ে ফোসকা পরার আশঙ্কাও থাকবে না। আপনি কালো বা খয়েরি রঙের লেস বুটস পরতে পারেন।

আরো পড়ুন : পূজায় কী পোশাক এলো এবার ছোটদের জন্য

প্ল্যাটফর্ম স্যান্ডালস


পুজোয় নতুন জুতো পরার ইচ্ছেতো সবারই থাকে। কিন্তু নতুন জুতো পরে প্রচুর হাঁটাহাঁটি করলে পায়ে ফোসকা পড়ার ভয়ও তৈরি হয়। তখন পছন্দের জুতোই ‘পথের কাঁটা’ মনে হয়। তাই এমন এক জোড়া জুতো পরা দরকার, যেটি আপনার স্টাইলিংকেও হাইলাইট করে আবার আরামদায়কও। এই ধরনের জুতোর তালিকায় একদম প্রথম সারিতে রয়েছে প্ল্যাটফর্ম স্যান্ডালস। এগুলো আপনি শাড়ি থেকে ক্যাজুয়াল ওয়েস্টার্ন, সব কিছুর সঙ্গেই পরতে পারেন।

স্নিকার্স


অনেকেরই এই ধরনের জুতো ‘অল টাইম ফেভারিট’। আপনি ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে তো স্নিকার্স পরতেই পারেন, আবার শাড়ির সঙ্গেও স্টাইল করতে পারেন। আপনাকে কম্ফোর্টের সঙ্গে সমঝোতা করতে হবে না আর আপনার স্টাইলিংও থাকবে অটুট।

ব্রেইডেড স্যান্ডালস


শাড়ি বা যে কোনও এথনিক আউটফিটের সঙ্গে পরার জন্যে খুবই উপযুক্ত এই ধরনের জুতো। পরেও বেশ আরাম হয়। তবে ফ্ল্যাট স্যান্ডাল কেনার চেষ্টা করবেন। ভালো মানের জুতো কিনবেন। নাহলে পায়ে ফোসকা পড়ার আশঙ্কা তৈরি হবে।

এস/ আই.কে.জে

পুজো জুতো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন