ছবি : সংগৃহিত
শীত এলেই ঘরে ঘরে শুরু হয়ে যায় পিঠা খাওয়ার ধুম। বিভিন্ন ধরনের পিঠার মধ্যে তেলের পিঠা অন্যতম। তেলের পিঠা খেতে কমবেশি সবাই পছন্দ করেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এই পিঠা। চলুন জেনে নিই রেসিপি-
উপকরণ-
১. চালের গুঁড়া ২ কাপ
২. ময়দা আধা কাপ
৩. খেজুরের গুড় বা চিনি ১ কাপ
৪. লবণ ১ চিমটি
আরো পড়ুন : শীতের সবজি দিয়ে তৈরি করুন মজাদার ভেজিটেবল রোল
৫. তেল ভাজার জন্য
৬. বেকিং সোডা সামান্য
৭. পানি পরিমাণমতো।
পদ্ধতি-
একটি পাত্রে পানি দিয়ে হালকা গরম করে সব উপকরণ দিন। ভালো করে মিশিয়ে ঘন করে নিন। এরপর মিশ্রণটি আধা ঘণ্টা ঢেকে রেখে দিন।
তারপর ননস্টিকি পাত্রে তেল গরম করুন। তেল খুব ভালোভাবে গরম করতে হবে। এরপর বড় গোল চামচ দিয়ে মিশ্রণ তেলে ছাড়ুন। কয়েক সেকেন্ডেই পিঠাটি ফুলে উঠবে।
পিঠার দু’পাশ উল্টে কিছুক্ষণ পর তেল থেকে তুলে নিন। এভাবে সবগুলো পিঠা তৈরি করে গরম গরম পরিবেশন করুন।
এস/ আই.কে.জে/