প্রিয় ডায়েরী,
সবাই তার প্রিয় বন্ধু বা খুব কাছের মানুষটাকে চিঠি লিখে। তাই আমিও আজ আমার সবচেয়ে কাছের আর প্রিয় বন্ধুকে লিখছি, আমার ডায়েরী। আমার মতো বর্ণনাহীন অব্যক্ত অনুভূতির মানুষদের জন্য সবচেয়ে কাছের বন্ধু হয় তার ডায়েরী।
ডায়েরী, তুমিই সেই বন্ধু যে আমার প্রতি ফোটা চোখের জলের হিসাব রাখো। আমার মনে জমে থাকা বোঝাগুলো ধীরে ধীরে হালকা করো। তুমিই সেই বন্ধু যার কাছে যত দ্বিধাদ্বন্দ্বের উপস্থাপনা করি। আমার বালিশে মুখ বুজে কান্নার অনুভূতিগুলি ব্যক্ত করি। তুমিই সেই বন্ধু যার প্রতিটা পাতায় সুখ-দুঃখের চিঠি লিখি।
তুমি আমার সেই খোলা স্থান যেখানে আমার সমস্ত রাগ-অভিমান, দুঃখ-কষ্ট, সুখের বিস্তারিত অনুভূতি প্রকাশ করতে পারি। তুমি সেই নিশ্চিত বন্ধু যার না আছে বিশ্বাসঘাতকতার ভয়, না আছে হারানোর সংশয়।
ডায়েরী তুমি না থাকলে হয়তো চাপা কথার পাহাড় জমে যেতো বা ভেতরটা কঠিন শিলায় পরিণত হতো। তবে আফসোস হয় প্রচণ্ড, ডায়েরী আমি তোমায় সুসংবাদ দেই বা কত? অভাগীর বন্ধু তুমি। কষ্ট আর যন্ত্রণার গল্প শোনাতে শোনাতেই তোমায় করি ক্লান্ত।
তোমার প্রতিটা পাতা আমার নোনতা চোখের জলের স্বাদ পায়। আর কতোই বা লিখবো সুখ সুখ করে হারিয়ে ফেলা সব নিঃসঙ্গতার গল্প।
লিখতে লিখতে আর ভাষা নেই। ডায়েরী জেনে রেখো শেষ বাক্য, আমি ভালো নেই।
——ইতি
তোমার অভাগী
বন্ধু
আরো পড়ুন : প্রিয় কৈশোর কাল, তুমি তো আমাকে ভুলেই গেছো