রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চলছে বিএনপি ও সমমনাদের সকাল-সন্ধ্যা অবরোধ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি

সরকারের পদত্যাগের একদফা দাবিসহ ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রোববার (২৪শে ডিসেম্বর) সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো।  

এ কর্মসূচি সফল করতে মাঠে নেতা-কর্মীদের সক্রিয় ভূমিকা নিতে সব সাংগঠনিক জেলায় বার্তা দিয়েছে দলগুলো।

একই দাবিতে রোববার আবারো নতুন কর্মসূচি ঘোষণার কথা রয়েছে।  

আরো পড়ুন: খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হয়েছে: ব্যক্তিগত চিকিৎসক

অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন স্থানে কর্মসূচিকে কেন্দ্র করে যেন কোনো ধরনের নাশকতা সৃষ্টি না হয় সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।  

এদিকে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। 

টানা তিন দিনের অসহযোগ আন্দোলনের পক্ষে জনসমর্থন অর্জনের লক্ষ্যে গণসংযোগ করেছে বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো। এর পরই চতুর্থ দিন সারা দেশে অসহযোগ আন্দোলনের পক্ষে সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিরোধী দলগুলো।

আজ আবারো আগামী দিনের আন্দোলনের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে।

আরো পড়ুন: অবরোধের প্রভাব নেই সড়কে

এদিকে শ্রমিকদের দাবি পূরণ না হলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী পহেলা জানুয়ারি থেকে গার্মেন্টস সেক্টরে শ্রমিক ধর্মঘট পালনসহ অনির্দিষ্টকালের জন্য কারখানাগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছে বিএনপি সমর্থিত শ্রমিক সংগঠন সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি)। 

এইচআ/ এসকে/ 

বিএনপি হরতাল-অবরোধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন