বৃহস্পতিবার, ২রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হোগলাপাতার নান্দনিক সাজে পরিবেশবান্ধব পূজামণ্ডপ, মুগ্ধ দর্শনার্থীরা *** গ্রেটা থুনবার্গসহ গাজামুখী নৌবহরের বেশ কয়েকজনকে আটক করেছে ইসরায়েল *** গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় প্রয়োজন সুষ্ঠু নির্বাচন: আবদুল আউয়াল মিন্টু *** ইসরায়েলি যুদ্ধজাহাজ কাছাকাছি এলাকায়, গাজামুখী নৌবহরে হস্তক্ষেপের শঙ্কা *** বিমানবন্দরে জনদুর্ভোগ সৃষ্টি, এম এ মালিককে সতর্ক করল বিএনপি *** অভিনেতা ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে লন্ডনে *** ভারতে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে অসুর রূপে উপস্থাপন নিন্দনীয় ও অসম্মানজনক: ধর্ম উপদেষ্টা *** স্বস্তি ফিরছে খাগড়াছড়িতে, যান চলাচল শুরু *** পুলিশের হাতে কামড় দিয়ে পালানো আসামি অবশেষে... *** ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু

ব্রিটেনের গেটস কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বৃত্তি

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্রিটেনের গেটস কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বৃত্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বব্যাপী যেসব শিক্ষার্থীরা দেশটির কেমব্রিজ বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনে আগ্রহী, তাদের এই বৃত্তির জন্য আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য বৃত্তিটি কার্যকর থাকবে।

গেটস কেমব্রিজ স্কলারশিপ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ একটি আন্তর্জাতিক বৃত্তি কর্মসূচি। এটি ২০০০ সালে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হয়। এর উদ্দেশ্য হলো বিশ্বের মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের কেমব্রিজে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া, যাতে তারা ভবিষ্যতে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। এটি কেবল অর্থনৈতিক সহায়তা নয়; বরং গবেষকদের একটি গ্লোবাল প্ল্যাটফর্ম।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রাচীনতম ও সর্বাধিক খ্যাতিমান বিশ্ববিদ্যালয়গুলোর একটি। এটি ব্রিটেনের কেমব্রিজ শহরে অবস্থিত। ১২০৯ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ৮০০ বছরের বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়টি জ্ঞানচর্চা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে বৈশ্বিক নেতৃত্ব দিয়ে আসছে।

সুযোগ-সুবিধা

সর্বাধিক মর্যাদাপূর্ণ গেটস কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ব্রিটেনের বাইরের ৯০ জন মেধাবী শিক্ষার্থীকে এই বৃত্তিটি দেওয়া হবে। বৃত্তিটির জন্য নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীকে রক্ষণাবেক্ষণ ভাতা হিসাবে ২১ হাজার পাউন্ড (৩৪ লাখ ৬৪ হাজার ৮১৭ টাকা) দেওয়া হবে। নিজ দেশ থেকে ব্রিটেনের এবং ডিগ্রি অর্জন শেষে ব্রিটেন থেকে নিজ দেশে ফেরার বিমানের টিকিটের ব্যবস্থা করা হবে। এ ছাড়া আরও বেশ কিছু সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।

বৃত্তির মেয়াদকাল

স্নাতকোত্তর ডিগ্রি স্কলারশিপের মেয়াদ ২ বছর এবং পিএইচডি ডিগ্রির জন্য ৪ বছর।

আবেদনের যোগ্যতা

ব্রিটেনের নাগরিকত্ব নেই, এমন যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন। স্নাতকোত্তরে আবেদন করতে স্নাতকের সনদ এবং পিএইচডির জন্য আবেদন করতে স্নাতকোত্তরের সনদ দেখাতে হবে। প্রার্থীদের পূর্ববর্তী প্রোগ্রামগুলো আকর্ষণীয় ফলাফল থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

গেটস কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বৃত্তির জন্য আবেদন করতে প্রার্থীদের অনলাইন আবেদন, জীবনবৃত্তান্ত, উদ্দেশ্য বিবৃতি এবং গবেষণা প্রস্তাব (পিএইচডি আবেদনকারীদের জন্য) জমা দিতে হবে।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

কলা ও মানবিক স্কুল; মানবিক ও সামাজিক বিজ্ঞান স্কুল; জীববিজ্ঞান স্কুল; ভৌতবিজ্ঞান স্কুল; ক্লিনিক্যাল মেডিসিন স্কুল ও প্রযুক্তি স্কুল। এ ছাড়া বায়োমেডিকেল, ইঞ্জিনিয়ারিং, শিল্পকলা, প্রত্নতত্ত্ব, স্থাপত্য, ইসলামিক স্টাডিজ এবং জ্যোতির্বিদ্যায় ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।

প্রার্থী নির্বাচন পদ্ধতি

তিন ধাপে আবেদনকারী প্রার্থীদের বাছাই করা হবে। এগুলো হলো: বিভাগীয় র‍্যাঙ্কিং, সংক্ষিপ্ত তালিকা ও সাক্ষাৎকার।

আবেদন পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা  অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য গেটস কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বৃত্তির আবেদনের শেষ সময় আগামী ২রা ডিসেম্বর ২০২৫ অথবা ৭ই জানুয়ারি ২০২৬। এ সময় কোর্সের ওপর নির্ভর করবে। আর মার্কিন নাগরিকদের জন্য আবেদনের শেষ সময় ১৫ই অক্টোবর ২০২৬।

জে.এস /

স্নাতকোত্তর পিএইচডি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বৃত্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250