রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে সংঘর্ষে ‘উসকানি’ দেওয়া উদয় কুসুমকে বিএনপি থেকে বহিষ্কার *** বাংলাদেশে খেলতে এসে কনটেন্ট বানাচ্ছেন নেদারল্যান্ডসের ক্রিকেটার *** এক বছরে ১২৩টি সংগঠন ১৬০৪ বার সড়ক অবরোধ করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা *** জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে: আসিফ মাহমুদ *** বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সময়ে পরিবর্তন *** এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল যমুনায় *** চীনে মোদির সঙ্গে বৈঠকে সি, সরাসরি ফ্লাইট, বাণিজ্য সম্পর্কসহ আলোচনায় যেসব বিষয় *** ‘মনোমালিন্যের’ পর রুমিন উপহার পাঠিয়েছেন, জানালেন হাসনাত *** ১৪৪ ধারা জারির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় সেনা মোতায়েন *** প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক সন্ধ্যায়

অনুষ্ঠিত হলো সোনারতরী'র সাহিত্য আড্ডা ও কবিতা পাঠের আসর

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৫ অপরাহ্ন, ২০শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

সোনারতরী এডুকেশন অ্যান্ড সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আয়োজিত সাহিত্য আড্ডা এবং মুক্ত কবিতা পাঠের আসর ১৯ মে শুক্রবার বিকালে পীরেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন, উজিরপুর, বরিশালে অনুষ্ঠিত হয়। সহকারী অধ্যাপক ও কবি সদানন্দ বিশ্বাসের সভাপতিত্বে, প্রধান শিক্ষক ও কবি বিজয় কৃষ্ণ বিক্রম, কবি ভীষ্মদেব বাড়ৈ এবং প্রদীপ ঢালীর সার্বিক সমন্বয়ে অনুষ্ঠিত হয় এই সাহিত্য আড্ডা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, সংগঠক, শিক্ষক এবং আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী সুনীল কুমার বাড়ৈ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি, সংগঠক, সমাজকর্মী ও ব্যাংকার ভীষ্মদেব বাড়ৈ।

পবিত্র কোরআন এবং গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই সাহিত্য আড্ডা এবং কবিতা পাঠের আসরে বিশেষ‌ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, কবি, লেখক, সংগঠক এবং শিক্ষক জাকারিয়া মোহাম্মদ; জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, বিদগ্ধ লেখক ও আলোচক ড. চিন্ময় হাওলাদার; সময় টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক, সমাজকর্মী শ্রী প্রসূন আশীষ; কবি, সংগঠক, সমাজসেবক মোঃ আব্দুর রহিম; সমাজকর্মী, শিক্ষক ও কবি শ্রী স্বদেশ কুমার বিশ্বাস; বাচিক শিল্পী, সংগঠক ও শিক্ষক শ্রীমতি চন্দনা বিশ্বাস; কবি ও সংগঠক নূরুল আলম বখতিয়ার, সহযোগী অধ্যাপক শ্রী নির্মল চন্দ্র হালদার; প্রভাষক, কবি, লেখক ও সংগঠক‌ শ্রী দীনেশ জয়ধর; সংগীত শিল্পী ও শিক্ষক ‌শ্রী শংকর বিশ্বাস লিটু; শিক্ষক ও আবৃত্তি শিল্পী শ্রী প্রবীর কুমার হালদার, কবি লিটু হালদার, বাঁশিয়াল মোঃ জয়নাল হক, কবিয়াল‌ শ্রী নির্মল হালদার, কবি সুশান্ত কুমার দাস, কবি জাহিদুল ইসলাম, কবি রতন হালদার, তরুণ কবি নয়ন রায়, কবি রবীন্দ্রনাথ সরকার, সমাজ সেবক আবু সায়েম হাওলাদার এবং কবি রতন রায়সহ অর্ধশতাধিক কবি, সাহিত্যিক ও আলোচক।

অনুষ্ঠানে কবিরা তাঁদের স্বরচিত কবিতা পাঠ করেন এবং আলোচকরা উক্ত কবিতার উপর আলোচনাসহ কবিতা সৃষ্টির ইতিহাস ও ধারাবাহিকতা নিয়ে আলোচনা করেন। সবদিক থেকে অনুষ্ঠানটি হয়ে উঠে প্রাণবন্ত, মনোজ্ঞ এবং মনোমুগ্ধকর।

আরো পড়ুন: কবিতা: ভোগ উপভোগ –খোকন কুমার রায়
 

অনুষ্ঠানের অন্যতম আয়োজক, সমন্বয়ক ও সঞ্চালক কবি ভীষ্মদেব বাড়ৈ সবার সহযোগিতায় এতো সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেয়ার জন্য উপস্থিত সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সোনারতরীর জন্য সবার আশীর্বাদ ও দোয়া কামনা করেন। সভাপতির সমাপণী ভাষণের মধ্য দিয়ে রাত সাড়ে ৮টায় অনুষ্ঠান শেষ হয়।

এসি/ আই. কে. জে/


 

সোনারতরীর সাহিত্য কবিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন