ছবি-সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। লাস্যময়ী এই অভিনেত্রী রূপ-লাবণ্যে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে আলোচিত হয়েছেন, ঠিক তেমনি বিয়ে এবং একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে হোঁচট খান তিনি। এই গল্পটি সবারই জানা।।
সম্প্রতি প্রভা আবারও খবরের শিরোনাম হলেন একটি ভিডিওর মাধ্যমে। নিজের ইনস্টাগ্রামে আপলোড করা ২৫ সেকেন্ডের ভিডিও মুহূর্তেই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে যায়।
২০০৫ সালে বিজ্ঞাপনে মডেল হিসেবে মিডিয়ার কাজ শুরু করলেও বর্তমানে অভিনয় জগতেই বেশি কাজ করছেন অভিনেত্রী। ক্যারিয়ারের দেড় যুগেরও বেশি সময়ে পার করেছেন জীবনের অনেক চড়াই-উৎরাই।
অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটকে অভিনয়ের মাধ্যমে বেশ আলোচনায় চলে আসেন। তবে এখন পর্যন্ত কোনো চলচ্চিত্রে কাজ করেননি তিনি।
বর্তমানে অভিনয়ের পাশাপাশি সরব আছেন সামাজিক যোাগযোগমাধ্যমেও। কখনও ছবি বা ভিডিও দিয়ে ভক্তদের সব সময়ই আপডেট রাখেন। সম্প্রতি ইনস্টাগ্রামে ২৫ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেছেন।
আরো পড়ুন: ‘ময়ে ময়ে’, যেভাবে বাংলাদেশে ভাইরাল সার্বিয়ান এই গান
সেখানে দেখা যাচ্ছে, কোনো একটি অনুষ্ঠানে শাড়ি পরে গিয়েছিলেন প্রভা। সেখানে হাস্যোজ্জ্বল ছিলেন বেশ। এমনকি ভিডিওর শেষে ভক্তদের উদ্দেশে চোখে টিপও মারেন। এরপরই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজি ছড়িয়ে পড়ে।
হাজারো মন্তব্যের ভিড়ে এক ভক্ত মন্তব্য করেন, শাড়িতেই নারী, বিশ্বাস করো জান তুমি আসলেই একটা পরী।
প্রসঙ্গত, গত কয়েক বছরে নিজেকে সামলে আবারও ঘুরে দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। নিয়মিত অভিনয় করছেন তিনি। তবে এখন তিনি ব্যক্তিগত জীবন একেবারেই নিজের মতো করে আড়ালে রাখেন।
এসি/ আই. কে. জে/