রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আরেকটি মাইফলকের সামনে দাঁড়িয়ে স্টিভেন স্মিথ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩

#

অ্যাশেজে দুর্দান্ত ছন্দে রয়েছেন স্টিভেন স্মিথ - ছবি: সংগৃহীত

চলতি অ্যাশেজে দুর্দান্ত ছন্দে রয়েছেন স্টিভেন স্মিথ। প্রথম দুই টেস্টেই তার ব্যাট থেকে রান এসেছে। আগামীকাল (বৃহস্পতিবার) লিডসে অ্যাশেজের তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হবে। সেই ম্যাচের একাদশে থাকলেই একটি মাইলফলক স্পর্শ করবেন স্মিথ।

স্মিথ দাঁড়িয়ে আছেন দেশের হয়ে ১৫তম ক্রিকেটার হিসেবে ১০০টি টেস্ট খেলার অপেক্ষায়। লিডস টেস্টে সুযোগ পেলেই ১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করবেন স্মিথ।

নিজের মাইলফলক ছোঁয়ার টেস্টে দলকে অ্যাশেজ সিরিজ জেতাতে চান স্মিথ। দ্য সিডনি মর্নিং হেরাল্ডকে স্মিথ বলেন, 'অস্ট্রেলিয়ার হয়ে আমার আগে ১৪ জন ক্রিকেটার শততম টেস্ট খেলার সুযোগ পেয়েছেন। আমার ঐতিহাসিক টেস্টে জয় পেলে খুব ভালো লাগবে। লিডসে জয় পেলে আমাদের সিরিজ নিশ্চিত হবে।'  

আরো পড়ুন: চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের মহড়া

অস্ট্রেলিয়ার হয়ে ৯৯ টেস্টে ৩২টি সেঞ্চুরির সাহায্যে ৯ হাজার ১১৩ রান করেছেন স্মিথ। এমন মাইফলক স্পর্শ ছোঁয়ার অপেক্ষায় আছেন স্মিথ এটাও জানিয়েছেন তিনি। স্মিথ বলেন, '১০০টি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাওয়া দুর্দান্ত ব্যাপার। আমি সেই মুহূর্তের অপেক্ষায় আছি।'  

এম/  


অ্যাশেজ স্টিভেন স্মিথ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন