রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম *** রেমিট্যান্সে সুখবর : ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার *** রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হয়ে পড়েছে : পররাষ্ট্র উপদেষ্টা *** সন্ধ্যার মধ্যেই ৩ বিভাগে নামবে বৃষ্টি! *** মেছো বিড়াল হত্যার অভিযোগে মামলা, গ্রেফতার ২

ঈদের ছুটিতে বৈরী আবহাওয়াতেও কুয়াকাটায় পর্যটকের ভিড়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:২৮ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঈদুল আজহার ছুটিতে হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত সমুদ্র সৈকত কুয়াকাটা। সমুদ্রের নোনা জলে নেচে গেয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন পর্যটকরা। তবে আগত পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে টুরিস্ট পুলিশ।

প্রতি বছর ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুরা যান্ত্রিক শহরের একটু ক্লান্তি দূর করতে ছুটে আসেন সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটায়। পদ্মা সেতু চালু হওয়ার কারণে পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে সাগর কন্যা কুয়াকাটা। ঈদের ছুটিকে কাজে লাগিয়ে অনেকেই প্রিয়জনকে সঙ্গে নিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য সজ্জিত সাগর কন্যাকে উপভোগ করছেন।

আকাশে সাদা মেঘের ভেলা। দক্ষিণের উষ্ণ নির্মল বাতাস, সাগরের নীল জলরাশি। ঈদের ছুটিতে কুয়াকাটা এসে এসব দৃশ্য উপভোগ করতে পেরে অনেকেই মুগ্ধ। অনেকে প্রিয়জনদের সঙ্গে সৈকতে দাঁড়িয়ে সেলফি তুলে ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রকৃতি। ওয়াটার বাইক, মোটরসাইকেল কিংবা ঘোড়ায় চড়ে আনন্দ উপভোগ করতে দেখা গেছে পর্যটকদের।

পর্যটকে মুখরিত সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। সকাল থেকেই বৈরি আবহাওয়া উপেক্ষা করে সৈকতের নোনা জলে গা ভাসিয়ে নেচে গেয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন পর্যটকরা। তবে আগত পর্যটকরা বেশিরভাগই পদ্মা সেতু হয়ে অল্প সময়ে ঈদুল আজহার ছুটিতে কুয়াকাটা এসেছেন বলে জানান।

ঢাকা থেকে কুয়াকাটায় বড়াতে আসা পর্যটক মো. শরিফুল ইসলাম বলেন, শুক্রবার সকালে পরিবার পরিজন নিয়ে ঈদুল আজহার ছুটিতে পদ্মা সেতু হয়ে মাত্র ছয় ঘণ্টায় কুয়াকাটা এসেছি। এখন সমুদ্রে গোসল করবো। বিকেলে সূর্যাস্ত দেখবো এবং আগামীকাল সকালে সূর্য উদয় দেখে দুপুরের খাবার খেয়ে ঢাকায় রওনা দেব। আশা করি সন্ধ্যার মধ্যে বাসায় পৌঁছাতে পারব।

১৮ কিলোমিটার দীর্ঘ এই সৈকতে প্রায় ২০০ ছোট বড় হোটেল মোটেল রয়েছে। অধিকাংশ হোটেল মোটেল বুকিং হয়েছে।

আরো পড়ুন: শনিবার গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এ ব্যাপারে কুয়াকাটা হোটেল মোটেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোতালেব শরিফ জানান, ঈদুল আজহা উপলক্ষে ইতোমধ্যে কুয়াকাটায় পর্যটক আসতে শুরু করেছে। আশা করি শুক্রবার বিকেল থেকে চার দিন কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড় থাকবে। ইতোমধ্যে কুয়াকাটায় অধিকাংশ হোটেলে বুকিং হয়েছে।

কুয়াকাটা টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, ঈদুল আজহা উপলক্ষে কুয়াকাটায় অনেক পর্যটকের আগমন হয়েছে। পর্যটকদের নিরাপত্তা দিতে কুয়াকাটা টুরিস্ট পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।  

এম/ আইকেজে /


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন