রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

উসমান খাজার ব্যাটে লর্ডসে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৩

#

৫৮ রান করে তৃতীয় দিন শেষে অপরাজিত উসমান খাজা - ছবি: সংগৃহীত

মাইকেল ভন যেন হালই ছেড়ে দিতে চাইলেন। মিচেল স্টার্কের বেরিয়ে যাওয়া বলে হ্যারি ব্রুক অযথাই তাড়া করতে গিয়ে ক্যাচ দিলেন কাভারে। ধারাভাষ্যে থাকা সাবেক ইংল্যান্ড অধিনায়ক যেটিকে ‘শকিং শট’ আখ্যা দিয়ে বলে উঠলেন, ‘পরিষ্কারভাবে ইংল্যান্ড হারতে যাচ্ছে ...’।

লর্ডস টেস্টে এখনো বাকি দুই দিন। জয়-হার মিমাংসার আগে ঘটতে পারে অনেক কিছুই। তবে তৃতীয় দিন শেষে ইংল্যান্ড যে জায়গায় দাঁড়িয়ে, তা ভনের কথার কাছাকাছিই।

ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ৩২৫ রানে গুটিয়ে দিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৩০ রান তুলে ফেলেছে। দুই ইনিংস মিলিয়ে প্যাট কামিন্সদের লিড এখন ২২১ রানে। ৬ রান নিয়ে ব্যাট করছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান স্টিভ স্মিথ। আর এজবাস্টন টেস্টের সেঞ্চুরিয়ান উসমান খাজা অপরাজিত ৫৮ রান নিয়ে। 

এজবাস্টন টেস্টে হেরে সিরিজে পিছিয়ে থাকা ইংল্যান্ডের জন্য লর্ডসের তৃতীয় দিন ছিল অস্বস্তিকর। আগের দিনের ৪ উইকেটে ২৭৮ রানের সঙ্গে মাত্র ৪৭ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারিয়েছে ইংলিশরা। এর মধ্যে দিনের দ্বিতীয় বলে মিচেল স্টার্কের বলে আউট হয়ে ব্যাটিং বিপর্যয়ের শুরুটাই হয় অধিনায়ক বেন স্টোকসকে দিয়ে। 

আরো পড়ুন:টিভিতে দেখুন আজকের খেলা (১ জুলাই ২০২৩)

অস্ট্রেলিয়া ৯১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরুর পর ডেভিড ওয়ার্নার-খাজার উদ্বোধনী জুটি থেকে পেয়ে যায় ৬৩ রান। পরে খাজা-মারনাস লাবুশেনের দ্বিতীয় উইকেটে আসে আরও ৬০ রান। ২৫ রান করা ওয়ার্নারকে ফেরান জশ টাং, ৩০ রান করা লাবুশেনকে জিমি অ্যান্ডারসন।

বৃষ্টির পর খেলা বন্ধ হয়ে যাওয়ার পরে আলো স্বল্পতায় দিনের খেলা আগেভাগে শেষ ঘোষণা করা হয়।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন