সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন চিত্রনায়িকা মাহি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৬ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জন্য এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে চান ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহি। তিনি বলেন, সোমবার দুপুরে রাজশাহী-১ আসনে নির্বাচনের জন্য তানোরে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

তবে শেষ পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না এ বিষয়ে পরে বিস্তারিত জানাবেন বলেও জানান তিনি।

নায়িকা মাহি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন করার স্বার্থে মনোনয়ন ফরম উত্তোলন করেছি। অন্য কেউ যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচনে অংশ নেব। নৌকার বাইরে নয় নৌকার কর্মী হিসেবেই নির্বাচনে অংশ নেব।

আরো পড়ুন: স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন শাকিল খান

এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রার্থী হওয়ার জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনেছিলেন তিনি। তবে আসনটিতে মনোনয়ন পেয়েছেন এ আসনের বর্তমান সংসদ সদস্য জিয়াউর রহমান। 

এদিকে গত কয়েক বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় বড়পর্দার এই নায়িকা। অভিনয়ের পাশাপাশি রাজনীতির মাঠে ব্যস্ত সময় পার করছেন।

এসি/ আই.কে.জে/


স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন