সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি *** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা

কঙ্গোতে সোনা পরিবহনকারী চীনা খনির বহরে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩০ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৩

#

সম্প্রতি উত্তর-পূর্ব গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) সোনা পরিবহনকারী এক চীনা খনির বহরে হামলা হামলা করা হয়েছে। এতে দুই চীনা নাগরিক ও অন্য দুইজন নিহত হয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবারের অতর্কিত হামলাটি দক্ষিণ কিভু প্রদেশের ফিজি অঞ্চলের কিম্বি নদীর নিকটবর্তী একটি স্থাপনা থেকে স্বর্ণ বহনকারী টিএসএম মাইনিং-এর অন্তর্গত চার যানবাহনের বহর লক্ষ্য করে সংঘটিত হয়।

এই হামলাতে ফিজি অঞ্চলের প্রশাসক স্যামি বাদিবাঙ্গা কালনজি জানান, কিমবো নদীর কাছে সশস্ত্র ডাকাতির ঘটনায় একজন ডিআরসি সদস্য, চালক এবং দুইজন চীনা নাগরিক নিহত হয়। 

তিনি আরো বলেন, হামলাকারীরা 'স্বর্ণের পার্সেলগুলি চুরি করে। সেগুলো তারা ঝোপের মধ্যে নিয়ে যায়।

হামলাকারীরা পার্শ্ববর্তী মানিমা অঞ্চলের বাসিন্দা বলে জানা গেছে। চীন কঙ্গোতে একটি প্রধান বিনিয়োগকারী। এশিয়ার শক্তিধর এই দেশটি সেখানে লাভজনক খনিজ খনির শিল্পে আধিপত্য বিস্তার করছে।

জানা যায়, এ অঞ্চলে প্রায় তিন দশক ধরেই এরকম সোনা চুরির ঘটনা ঘটে যাচ্ছে। পূর্ব ডিআরসি তে ১২০ টিরও বেশি সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে এ ধরনের ঘটনা প্রায়শই ঘটে চলেছে।

২০২২ সালে এমনি এক ঘটনায় চীনা খনি কোম্পানির একজন কঙ্গো কর্মচারী নিহত হন। 

অন্যদিকে কঙ্গো সরকার ২০২১ সালে অবৈধভাবে কাজ করার দায়ে দক্ষিণ কিভুর ছয়টি চীনা খনির কোম্পানির কাজ স্থগিত করে দেয়।

২০০৮ সালে চীনের সাথে খনির ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরেও তা কঙ্গোর কোনো উপকারেই আসেনি। এবার এ চুক্তিকে নিজেদের কাজে লাগানোর কথা ভাবছেন কঙ্গো সরকার।

এসকে/ 

হামলা চীনা সোনা কঙ্গো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন