ছবি: সংগৃহীত
আদিম বাসর
–খোকন কুমার রায়
জাগিয়ে দাও আমায়
একটু ভালোবেসে
রাঙ্গিয়ে দাও মনটা
একটু খানি হেসে!
দূরে কোথাও যাই চল
সারাক্ষণ কাছে রাখতে
এত টুকুই যে চাওয়া
সব কষ্ট ভুলে থাকতে!
পাহাড়ী ঝরনার চঞ্চল জলধারায়
অনাবৃত অবগাহন উচ্ছল কামনায়
প্রকৃতির সাঁজঘরে সাজাবো প্রাণ ভরে
ছড়াব বনফুল মেঘ কালো কেশ পরে!
সবুজ পত্র-পুষ্প সজ্জিত
আদিম সেই বাসরে
জড়াব তরু ন্যায়
কুসুমিত হে প্রিয় তোমারে!
সৌরভে মেতে ভ্রমর
বসবে পাঁপড়ি পরে
মাখবে ফুল রেণু
সকলের অগোচরে!
ফুটবে ফুল কলি
তোমার বাগানে
ঝরতে দিও না
তুমি রেখো যতনে!
আরো পড়ুন: কবিতা: আমি একেলা -খোকন কুমার রায়
খবরটি শেয়ার করুন