পোস্ট কার্ড
---খোকন কুমার রায়
প্রিয় রুহিনী,
আজও ভুলিনি!
পরিচয়টা হয়েছিলো করে পত্রমিতালী
কোনও এক ম্যাগাজিনের পাতায়।
লিখেছিলে বন্ধু চেয়ে খোলা চিঠি
ফিরতি চিঠি লিখেছিলাম নাম-ঠিকানাসহ
উত্তর কিন্তু আজও পাইনি!
বহুকাল যাবৎ আছি প্রতীক্ষায়,
আসবে কবে ডাকহরকরা?
পোস্ট কার্ড বা ইনভেলপ লয়ে,
খুঁজবে আমায় সকল পাড়া
রেজিস্ট্রি করা চিঠি হলে,
দেবে না কিন্তু মালিক ছাড়া!
ঠিকানাটাও বদলাইনি আমি
যদি যায় ফিরে সে খোঁজ না পেয়ে
মোড়ের দোকানিকেও বলে রেখেছি,
দেয় যেন সে বাসা চিনিয়ে।
তোমার বন্ধু হবার সেই আহ্বান,
আজও আমি রেখেছি মনে
অনেক খুঁজে হকারকে পেয়ে,
ম্যাগাজিনটাও রেখেছি কিনে।
এখনতো সবাই আধুনিক!
চিঠি লেখা গেছেই ভুলে
ফেসবুকে দেয় যে স্ট্যাটাস
আমি কিন্তু এখনো সেকেলে।
কাগজ-কলম ভালোবাসি
হাতের লেখা যদিও ভালো না
তবুও অক্ষরগুলো লাগে আপন,
লেখাগুলো চিরচেনা।
তুমিও কি গেছো ভুলে
যত্ন করে পত্র লেখা?
ফেসবুকে হাজারো বন্ধু,
তবু জানি তুমি বড়ই একা।
কলম বন্ধু পাওয়া এখন
জেনে নিও খুবই কঠিন!
লেখে সবাই ডিজিটালে
আসবে না আর সেই প্রিয় দিন!
ডাকহরকরা ছুটবে না আর,
ডাকবাক্সও হয়েছে উধাও
চিঠির ছোঁয়ায় সুখের মুহূর্ত,
হয়তো আর পাবো না কোথাও।
প্লিজ রুহিনী,
যদি পারো পত্র লিখো
নিজ হাতে, এই আমাকে
যত্ন করে রেখে দেবো,
প্রিয় কোনও বইয়ের ফাঁকে।
ইতি,
পত্র প্রার্থী।
খবরটি শেয়ার করুন