ছবি: সংগৃহীত
মাস কয়েক ধরেই বলিউডে গুঞ্জন চলছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের বিবাহ বিচ্ছেদের। দিন কয়েক আগে এক অনুষ্ঠানে অভিষেকের হাতে বিয়ের আংটির অনুপস্থিতি নজরে আসে অনেকের। তার পরেই খবর পাওয়া যায়, ঐশ্বরিয়াকে নাকি সামাজিক মাধ্যমে ‘আনফলো’ করে দিয়েছেন অমিতাভ বচ্চন নিজে! প্রতিদিন বচ্চন পরিবারের অন্দরের অশান্তির খবর, অভিষেকের সঙ্গে বিশ্বসুন্দরীর ঘর ভাঙার জল্পনা ফিরে ফিরে এসেছে। তবু মুখে কুলুপ অভিষেকের। এর পেছনে রয়েছেন নাকি ঐশ্বরিয়া।
বলিউডে প্রায় দুই দশকের বেশি সময় ইতোমধ্যেই কাটিয়ে ফেলেছেন। বেশ কিছু বিতর্কও হয়েছে তাকে নিয়ে, বলা ভালো তার প্রেমজীবন নিয়ে। তবু প্রকাশ্যে কখনোই বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খোলেননি ঐশ্বরিয়া।
আরো পড়ুন: দোয়া করেন, গুজব যেন সত্যি হয় : মৌসুমি হামিদ
প্রচারের আলোয় থেকেও নিজের চারপাশে যেন রেখেছেন পর্দার আড়াল। অভিষেকের সঙ্গে বিয়ের পর স্বামীকে একটি উপদেশ দেন ঐশ্বরিয়া। তারকা হলেও কীভাবে ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় রাখবেন! ঐশ্বরিয়া বলেন, ‘আমরা যে জগতে বাস করি সেখানে কটাক্ষ, বিতর্ক থাকবেই, কিন্তু তা কোনো কারণে জীবনের আনন্দময় দিকগুলোর থেকে বড় নয়। কটূ কথা নয়, বরং মানুষের ভালোবাসাই সব থেকে বড়। তাই বিরূপ মন্তব্য নিয়ে বিচলিত হতে নেই।’
স্ত্রীর বলা এই কথাই এখন জীবনের এই পর্যায়ে এসে অক্ষরে অক্ষরে মেনে চলছেন অভিষেক, এমনটাই মত ঘনিষ্ঠজনদের।
এসি/ আই.কে.জে/