ছবি: সংগৃহীত
এবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশটির ২০২০ সালের নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে পরাজয়ের ফল পাল্টে দেওয়ার প্রচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
জর্জিয়ার একটি গ্র্যান্ড জুরি সোমবার (১৪ আগস্ট) ট্রাম্পকে অভিযুক্ত করে একটি অভিযোগপত্র জারি করেন। এতে ট্রাম্পসহ অন্যদের বিরুদ্ধে ৪১টি ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে।
এ নিয়ে চলতি বছর ট্রাম্প চতুর্থবারের মতো ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলেন। সব ক্ষেত্রেই তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিস ২০২১ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে তদন্ত শুরু করেছিলেন।
এদিকে উইলিস একজন ডেমোক্র্যাট। তাঁর তদন্তকে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন ট্রাম্প।
২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হন। তবে এই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলেন তৎকালীন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট ট্রাম্প। সেসময় তিনি নির্বাচনের ফলাফল পাল্টে দিতে নানা তৎপরতা চালান।
এম.এস.এইচ/
খবরটি শেয়ার করুন