মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জানতাম না আমি প্রেগন্যান্ট : শুভশ্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। তার অভিনীত ‘অভিমান’ সিনেমাটি ২০১৬ সালে মুক্তি পায়। এটি পরিচালনা করেন রাজ চক্রবর্তী। এ সিনেমার শুটিং সেটে প্রেমে পড়েন রাজ-শুভশ্রী। দুই বছর গোপনে প্রেম করেন এই যুগল। তাদের এ সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি!

শুভশ্রীর আগে চিত্রনায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ছিলেন রাজ। বলা যায়, আকস্মিকভাবে মিমির সঙ্গে সম্পর্কের ইতি টেনে শুভশ্রীর প্রেম সাগরে সাঁতার দেন রাজ। এ বিষয়টি টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই জানতেন। যার কারণে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন রাজ-শুভশ্রী।

সব সমালোচনার ইতি টেনে ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী-রাজ; একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান। কিন্তু অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিষয়টি জানতেনই না শুভশ্রী। বলিউড বাবলের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ‘পরাণ যায় জ্বলিয়া’খ্যাত এই নায়িকা।

শুভশ্রীর ভাষায়—‘অন্তঃসত্ত্বা অবস্থায় আমি তিনটি সিনেমার শুটিং করেছি। কিন্তু তিন মাস কেটে গেলেও জানতাম না আমি প্রেগন্যান্ট। এটি খুবই হাস্যকর! ‘হাবজি গাবজি’ সিনেমার শুটিং করতে যাচ্ছিলাম, সেদিন ১৪ ফেব্রুয়ারি ছিল। কিন্তু আমার কী যেন মনে হলো, আর সঙ্গে সঙ্গে টেস্ট করে ফেললাম। দেখি, রেজাল্ট পজিটিভ। এটা কাকতালীয় ছিল কিনা তা জানি না! তবে ওই মুহূর্তটি খুব সুন্দর ছিল।’

মাত্র ১৭ বছর বয়সে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন শুভশ্রী। ইন্ডাস্ট্রিতে আসার পর অনেকে তাকে বলেছেন, বিয়ে করলেই ক্যারিয়ার শেষ। তা উল্লেখ করে শুভশ্রী বলেন, ‘আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি তখন আমার বয়স ছিল ১৭ বছর। ওই সময় সবাই বলতেন, ‘নায়িকাদের সময় ১০ বছর।

আর বিয়ে করলে সব শেষ।’ কিন্তু সময় বদলে গেছে, মানুষ এখন অন্যভাবে চিন্তা করে। আমরাও বিভিন্ন বিষয়বস্তু নিয়ে সিনেমা করছি।’

আরো পড়ুন: রাশমিকা কেন ভারতের 'জাতীয় ক্রাশ'

মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে বেশ আগে শুটিংয়ে ফিরেছেন শুভশ্রী গাঙ্গুলি। সংসার আর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তার অভিনীত বেশ কটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে এর মাঝে গুঞ্জন চাউর হয়েছিল, ফের মা হতে যাচ্ছেন এই নায়িকা। পরে শুভশ্রীর বোন জানান, আরেকটি সন্তান নেবে শুভশ্রী, তবে আরো দুই বছর পর।

এসি/ আই.কে.জে/


শুভশ্রী প্রেগন্যান্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন