বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সালমান শাহর মৃত্যুর আগের দিন স্ত্রী সামিরার সঙ্গে কী ঘটেছিল *** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয় *** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার

ত্বকের উজ্জ্বলতায় কফির মাস্ক

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ৯ই জুন ২০২৩

#

সংগৃহীত

কফি পানে শরীর ফুরফুরে হয়, তাৎক্ষণিক শক্তি পাওয়া যায়। এছাড়াও কফি পানে রয়েছে নানা উপকারিতা। কফি ব্যবহারে ত্বক উজ্জ্বল হয়। কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিএজিং উপাদান ত্বকের সুস্থতা বজায় রাখে। কফি ব্যবহারে ত্বকের ফোলাভাব ও কালো দাগ দূর হয়, রক্তসঞ্চালন বাড়ে। ত্বকে কফি ব্যবহারে যেসব উপকারিতা হয়-

কফি ও মধু : কফি ও মধুর মিশ্রণ ত্বকে ময়েশ্চারাইজ করে। সেই সঙ্গে ত্বকের বলিরেখা, দাগ, বয়সের ছাপ দূর করতে সাহায্য করে।

করণীয় :  একটি ছোট বাটিতে ১ টেবিল চামচ কফি ও ১ টেবিল চামচ মধু মেশান। এখন মুখে ও চোখের চারপাশ দিয়ে হালকা করে ঘষুন। ২০ মিনিট মুখে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কফি ও দুধ : দুধে ল্যাকটিন থাকায় এটি ভেতর থেকে ময়লা দূর করে মুখের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে।

করণীয় :  ১ টেবিল চামচ কফি ও ২ টেবিল চামচ দুধ মিশিয়ে মুখে ও গলায় লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

কফি, হলুদ ও দই : হলুদে অ্যান্টিইনফ্লেমেটরি ও ভিটামিন সি থাকায় এটি মুখের মলিনভাব, দাগ দূর করে মুখকে উজ্জ্বল করে। অন্যদিকে, দইয়ে থাকা আলফাহাইড্রোক্সি অ্যাসিড মুখের অতিরিক্ত তেল দূর করে মুখকে মসৃণ করে।

কফি ও লেবুর রস : কফি ও লেবুর রস একসাথে রোদে পোড়াভাব দূর করে। লেবুর রসে হালকা অ্যাসিড থাকায় মরা চামড়া উঠিয়ে নতুন সেল ও উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে।

করণীয় : ১ টেবিল চামচ কফি ও ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে মুখ ও গলায় লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কফি ও অ্যালোভেরা :  অ্যালোভেরাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ব্রণ, অ্যাকনে, মেছতা অথবা অ্যাকজিমা দূর করতে শক্তিশালীভাবে কাজ করে। পাশাপাশি ত্বককে উজ্জ্বল ও মসৃণ করতে সাহায্য করে।

করণীয় :  ২ টেবিল চামচ কফি ও ২ টেবিল চামট অ্যালোভেরা মিলিয়ে মুখে ও গলায় মেখে ১৫ মিনিট রেখে দিন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এসি/আইকেজে 

আরো পড়ুন: এলাচের সাত গুণ

ত্বক কফি মাস্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250