ছবি: সংগৃহীত
দেশ স্বাধীনতা অর্জনের পর থেকে এ পর্যন্ত ১১টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৭ই জানুয়ারি (রোববার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এবারের নির্বাচনসহ বাংলাদেশে অনুষ্ঠিত মোট ১২টি জাতীয় সংসদ নির্বাচনের সাক্ষী হয়েছেন অনেকেই। আবুল কাশেমও তেমনই একজন।
১৯৭৩ সালে অনুষ্ঠিত হওয়া প্রথম জাতীয় সংসদ নির্বাচন যেমন দেখেছেন, তেমনি দেখতে চলেছেন এবারের দ্বাদশ সংসদ নির্বাচন।
৫১ বছরের ব্যবধানে এই ১১টি নির্বাচন দেখার ভাগ্য হয়েছে সিটি করপোরেশনের সাবেক পরিচ্ছন্নকর্মী আবুল কাশেমের।
আবুল কাশেম বলেন, আগে নির্বাচন দেখতাম সব দল থাকতো। বড় বড় মিছিল, মিটিং হইতো। এখন আর তা হয় না।
মনে রাখার মতো কোনো নির্বাচন আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আগেরগুলা তো গেছে। মনে রাখার মতো হইবো এবারেরটা।
আরও পড়ুন: নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সিইসির
এর কারণ জানতে চাইলে আবুল কাশেম বলেন, আগেও নির্বাচনে ঝামেলা হইতো। মারামারি হইতো মেইন রোডে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই থাকতো। তখন মহল্লায় কিছু হইতো না। এখন তো মহল্লায় ভালো, ঘরে ঘরে ঝামেলা।
তিনি বলেন, এবার তো বিএনপি নাই, আওয়ামী লীগই আওয়ামী লীগের বিপক্ষে দাঁড়াইছে। দেখা যায়, বাপ একজনের দল করে, পোলায় আরেকজনের দল করে। দুইজনই আওয়ামী লীগ। কিন্তু এই সিস্টেমের কারণে ঘরে ঘরে ঝামেলা হইয়া গেছে। এমন আগে কোনোদিন দেখি নাই।
এসকে/
খবরটি শেয়ার করুন