শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ *** হিজাব নিষিদ্ধে পর্তুগালের পার্লামেন্টে বিল পাস *** ‘জুলাই যোদ্ধা’ নামে ফ্যাসিস্ট বাহিনী বিশৃঙ্খলা করেছে: সালাহউদ্দিন *** শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক *** ৯ নম্বর, সহজেই সমাধান করা যাবে: পাকিস্তান-আফগান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প *** ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা *** ত্রিপুরায় পিটুনিতে নিহত তিন বাংলাদেশিকে ‘চোরাকারবারি’ বলল ভারত *** জাতীয়ভাবে লালন উৎসব উদযাপন অব্যাহত থাকবে: মোস্তফা সরয়ার ফারুকী *** নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার প্রধান উপদেষ্টার আহ্বানে রাজি বিএনপি

নতুন ফরম্যাটে আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ২১শে মে ২০২৩

#

প্রতীকী ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের জন্য নতুন ফরম্যাট ঘোষণা করেছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। এবারের বাছাইপর্বে অংশ নিচ্ছে আফ্রিকার মোট ৫৪টি দেশ। দলগুলোকে ভাগ করা হয়েছে নয়টি গ্রুপে। প্রতিটি গ্রুপে লড়বে ৬টি দল। প্রতি গ্রুপের বিজয়ী দল প্রথমবারের মতো আয়োজিত ৪৮ দলের বিশ্বকাপের মূল পর্বে অংশ নিবে।

সেরা চার গ্রুপ রানার্সআপ দল নিজেদের মধ্যে প্লে-অফ খেলবে। সেখান থেকে একটা দল যাবে আন্তমহাদেশীয় প্লে-অফে। এর আগে আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপে ৫টি দল খেলার সুযোগ পেত। নতুন ফরম্যাট করায় এবার ৯টি দল বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।

আন্তমহাদেশীয় প্লে-অফ খেলবে মোট ছয়টি দল। যেখানে এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া অঞ্চল থেকে আসবে একটি করে দল, স্বাগতিক কনক্যাকাফ অঞ্চল থেকে আসবে দুটি দল। শেষ পর্যন্ত আন্তমহাদেশীয় প্লে-অফ থেকে বিশ্বকাপে সুযোগ পাবে মোট দুটি দল। 

আরো পড়ুন:রাতে মাঠে নামছে ব্রাজিল

আগামী ১২ জুলাই আফ্রিকার বেনিনের কোতোনোতে বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হবে। এরপর চলতি বছরেরই ১৩-২১ নভেম্বর দুই পর্যায়ের ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর আগামী বছর ৩-১১ জুন পরের ধাপ ও ২০২৫ সালের ১৭-২৫ মার্চ, ১-৯ সেপ্টেম্বর ও ৬-১৪ অক্টোবর শেষ হবে বাছাইপর্ব।

সিএএফ ২০২৩ আফ্রিকান নেশন্স কাপের ড্রয়ের শেষ তারিখও ঘোষণা করেছে। আইভরিকোস্টে হতে যাওয়া ২০২৩ আফ্রিকান কাপ অব নেশন্স ড্র হবে আগামী ১২ অক্টোবর। স্বাগতিক আইভরিকোস্ট ছাড়াও এরই মধ্যে আফ্রিকান কাপ অব নেশন্সে জায়গা নিশ্চিত করেছে আলজেরিয়া, বুরকিনা ফাসো, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা ও তিউনিসিয়া।

এম/


 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250