ছবি : সংগৃহীত
নতুন সরকারের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সাবেক প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। শপথ নেওয়ার পরপর নতুন স্বাস্থ্যমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।
আরো পড়ুন: মানুষের জন্য কাজ করব : ডা. সামন্ত লাল সেন
বৃহস্পতিবার (১১ই জানুয়ারি) রাতে অধ্যাপক ডা. সামন্ত লাল সেনের বাসায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।
শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলামসহ অন্যান্য চিকিৎসক-কর্মকর্তারা।
এইচআ/ আই.কে.জে/
স্বাস্থ্যমন্ত্রী বরণ স্বাস্থ্য মন্ত্রণালয় ডা. সামন্ত লাল সেন
খবরটি শেয়ার করুন