রবিবার, ৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নারী কীসে আটকায়, যা বললেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৩

#

নারী কীসে আটকায়— কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সবাই যার যার মতো উত্তর খুঁজতে ব্যস্ত। তবে সেসব উত্তরে অন্যদের স্বীকৃতি কম। বিষয়টি সাধারণ মানুষের পাশাপাশি তারকাদেরও কাছেও ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এবার চিত্রনায়িকা অপু বিশ্বাস বললেন, ‘নারীরা প্রথমত আটকায় ভালোবাসায়। ভালোবাসার বন্ধনে নারী আটকে যায়। এরপর বিশ্বাস আর সম্মানে সম্পর্ক টিকে থাকে। একটি সম্পর্কে এগুলো যখন থাকবে না, তখন অন্য কিছু দিয়ে আটকে রাখা সম্ভব নয়। টাকা কিংবা ক্ষমতার মোহ শুধু নারীর নয়, পুরুষেরও থাকে। তবে আমি মনে করি, এটি নির্দিষ্ট একটা সময়ের জন্য। এর পর মোহ ভঙ্গ হয়। কিন্তু ভালোবাসা, বিশ্বাস আর সম্মান থাকলে সে সম্পর্ক কখনো নষ্ট হয় না।’

সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর সাথে বিচ্ছেদ হয়েছে তার স্ত্রী সোফির। প্রভাব, প্রতিপত্তি, সৌন্দর্যের কমতি নেই ট্রুডোর। তবুও তাকে সোফির ছেড়ে যাওয়ায় অনেকেই বিস্মিত। তাদের প্রশ্ন, নারী কীসে আটকায়? এবার অপু বিশ্বাস দিলেন তার উত্তর। অপু ছাড়াও তারকাদের অনেকেই কথা বলেছেন বিষয়টি নিয়ে।

ওআ/

অপু বিশ্বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন