সোমবার, ৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গোসলের সময়, সুইমিং পুলে সঙ্গম করলে ক্ষতি হয়?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ৬ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

পানির তলায় সঙ্গমরত যুগল। দুজনেই উত্তাল, খুব আনন্দদায়ক যৌন মিলন করছেন, অনেকক্ষণ ধরে! এমন দৃশ্য পর্নো ছবিতে হয়তো অনেকবার দেখেছেন। সেই সময় থেকে সুপ্ত বাসনা ছিল, প্রিয় মানুষটিকে এমনভাবে কাছে পাওয়ার। তা নিয়ে স্বপনে-শয়নে নানা রকম মুহূর্ত কল্পনাও করতেন। 

এতকাল পর যখন সেই বিশেষ মুহূর্ত এলো, তখন এ লেখা পড়লে হয়তো এতদিন ধরে দেখা আপনার সেসব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেতে পারে! সঙ্গীর সঙ্গে যখন যেভাবে খুশি যৌন মিলন করার সুযোগ থাকলেও গোসলের সময়, বা সুইমিং পুলের পানিতে নেমে তা করতে নিষেধ করেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, পর্নো ছবিতে যা দেখেন, তার সঙ্গে বাস্তবে আকাশ-পাতাল ফারাক থাকবে, এমনটা ধরে নিয়ে এগোনো ভালো। পানির নিচে সঙ্গম করা যথেষ্ট ভয়েরও। শুধু সংক্রমণ নয়, এতে যৌনাঙ্গে আঘাতও লাগতে পারে।

১) প্রাকৃতিক ‘লুব্রিকেন্ট’ ধুয়ে যায়

যৌন উত্তেজনায় নারী ও পুরুষ উভয়ের যৌনাঙ্গ থেকে স্বাভাবিকভাবেই এক প্রকার পিচ্ছিল পদার্থ নির্গত হয়। যা সঙ্গমের সময়ে প্রাকৃতিক ‘লুব্রিকেন্ট’-এর কাজ করে। তা মিলনের সময় আঘাত লাগার হাত থেকেও রক্ষা করে। শাওয়ার, সুইমিং পুল বা বাথটবে সঙ্গম করলে সেই পানিতে এ পিচ্ছিলকারক পদার্থ ধুয়ে যায়। ফলে সঙ্গমের সময়ে যৌনাঙ্গ অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে। সঙ্গমকালে নারীর ব্যথাও হয়।

২) সংক্রমণের আশঙ্কা

ব্যক্তিগত সুইমিং পুল না হলে সেখানে একাধিক মানুষ গোসল করতে নামেন। ফলে সঙ্গমের সময় সেখান থেকে কোনো জীবাণু শরীরে প্রবেশ করতে পারে। অন্যদিকে, বাথটবের মধ্যে বা শাওয়ারের তলায় সঙ্গম করলে একইভাবে সঙ্গীর শরীর থেকে পানিবাহিত হয়ে সহজেই জীবাণু ছড়িয়ে পড়তে পারে।

৩) আঘাত লাগতে পারে

পানির তলায় দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে। সঙ্গম করতে গেলে আঘাত লাগার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এ ছাড়া শাওয়ারের তলায় বা বাথটবের মধ্যে পিছলে পড়েও যেতে পারেন, তাই সাবধান।

৪) পানি থেকে সংক্রমণ

ব্যক্তিগত পুল না হলে তাতে অনেকে গোসল করতে নামতে পারেন। সেখান থেকে রোগ-জীবাণু সহজে পানিবাহিত হয়ে অন্যের শরীরে প্রবেশ করতে পারে। এ ছাড়া পানি পরিশোধন করতে ক্লোরিন নামের একটি যৌগ মেশানো হয়। যা আদতে ব্লিচিং জাতীয় পদার্থ। যৌনাঙ্গের মতো স্পর্শকাতর অংশে এ পদার্থ লাগলে সেখান থেকেও সংক্রমণ হতে পারে।

৫) কন্ডম নষ্ট হতে পারে

পানিতে থাকা ক্লোরিনের সংস্পর্শে কন্ডমের পাতলা আবরণ ছিঁড়ে যেতে পারে। অনিরাপদ যৌনসংসর্গের ফলে অবাঞ্ছিত গর্ভধারণ বা যৌনরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

এইচ.এস/

যৌন সম্পর্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন