মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নিজের ভালোবাসার কথা জানিয়ে দিলেন মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৬ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

তিনি স্বাধীনচেতা নারী। নিজের শর্তে বাঁচতে ভালোবাসেন। বন্ধুমহলে সকলে বিয়ে করে সংসার পাতলেও ‘সাত পাক’ নিয়ে মিমি চক্রবর্তী কিন্তু এখনও কিছু বলছেন না। 

মুক্তির অপেক্ষায় মিমির একাধিক ছবি। যে তালিকায় রয়েছে ‘রক্তবীজ’, ‘পোস্ত’র হিন্দি রিমেক। তবে সাংসদ-অভিনেত্রী কবে বিয়ে করছেন— সেই কৌতূহল সব মহলেই।

মাঝেমধ্যেই কনে সাজে ফটোশুট করে ভক্তদের তাক লাগিয়ে দেন মিমি। শাঁখা-পলা, লাল বেনারসি-চেলি পরনে দেখে অনুরাগীদেরও ষোলো আনা ইচ্ছা তাকে বিয়ের পিঁড়িতে দেখার। এবার সপ্তাহান্তে বিয়ে নিয়ে নায়িকা নিজের উপলব্ধি জানালেন।

শনিবার ইনস্টাগ্রাম-স্টোরিতে এক মজার স্টেটাস শেয়ার করেছেন মিমি। যেখানে লেখা, ‘৫০ শতাংশ বিয়ে ডিভোর্সে গড়ায়, তবে ১০০ শতাংশ পিৎজা ডেলিভারি খুশি বয়ে আনে। অতঃপর পিৎজা-১। ভালোবাসা শূন্য।’

আরো পড়ুন: আমি এখন পুরুষদের ভয় পাই : সোহানা সাবা

দিন কয়েক আগেই এক মজার রিল ভিডিওতে বিয়ে-সংসার নিয়ে নিজের উপলদ্ধি শেয়ার করেছেন মিমি। যেখানে রেস্তরাঁয় খাবার উপভোগ করতে দেখা গিয়েছিল তাকে। আর সেই সঙ্গেই ভিডিওর নেপথ্যে মেসেজ, ‘যেখানে আমার বন্ধুদের বাচ্চা হচ্ছে, সেখানে আমার শিশুসুলভ আচরণই এখনও যাচ্ছে না।’

উল্লেখ্যে, ঠিক তার আগেই রাজ-শুভশ্রী নিজের দ্বিতীয় সন্তান আসার কথা ঘোষণা করেছিলেন। এবার পিৎজা লাভার মিমি ভালোবাসার থেকে পিৎজাকে এগিয়ে রাখলেন। তবে সঙ্গে একটা দুঃখ ইমোজিও জুড়ে দিয়েছেন অভিনেত্রী।

এসি/ আইকেজে 


মিমি চক্রবর্তী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন