পদ্মা সেতুতে আইন ভঙ্গের অপরাধে চার দিনে ৪৪ মোটরসাইকেল চালককে এক লাখ ৩৪ হাজার টাকার জরিমানা করেছে ট্রাফিক পুলিশ।
সোমবার (২৪ এপ্রিল) পদ্মা সেতুতে নির্ধারিত লেন ক্রস করে মূল লেনে চলে আসার অপরাধে ছয় মোটরসাইকেল চালককে তিন হাজার টাকা করে ১৮ হাজার টাকা জমিরানা করে ট্রাফিক পুলিশ।
রোববার (২৩ এপ্রিল) পদ্মা সেতু পার হওয়ার সময় সরকারি নির্দেশনা অমান্য করে লেন পরিবর্তনসহ নানা অনিয়মে ২৬ মোটরসাইকেল চালককে ৮০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক হ্যান্ড মেশিনে মামলার স্লিপ দেওয়া হয়। ২২ মোটসাইকেল চালককে তিন হাজার টাকা করে এবং একজনকে ড্রাইভিং লাইসেন্স না থাকার পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উল্টোপথে টোল না দিয়ে মাওয়া প্রান্ত দিয়ে আরও তিন মোটরসাইকেল চালকক পদ্মা সেতুতে উঠে যায়। ওই তিন জনকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।
ঈদের দ্বিতীয় দিনও পদ্মা সেতুতে মোটরসাইকেলের ভিড় ছিল। এই দিন নিয়ম ভঙ্গ করে সার্ভিস লেন অতিক্রম করায় তিন হাজার টাকা জরিমানা গুণতে অনেকেই। পরে তারা ভুল স্বীকার করেন।
এছাড়া ঈদের আগের দিন ৯ মোটরসাইকেল চালককে ২৭ হাজার টাকা এবং ঈদের দিন তিন মোটরসাইকেল চালককে ৯ হাজার টাকা সর্বমোট ৪৪ বাইকারকে এক লাখ ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।
মুন্সীগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর(প্রশাসন)বজলুর রহমান বলেন, সার্ভিস লেন থেকে মোটরসাইকেল চালক মূল লেনে উঠে আসলেই দুর্ঘটনার আশঙ্কা থাকে, তাই সজাগ আইনশৃঙ্খলা বাহিনী। তাই লেন ক্রস করায় মামলা করা হচ্ছে। ভবিষ্যতে আরও বেশি অর্থ জরিমানা করা নিয়েও কর্তৃপক্ষ ভাবছে বলে জানান তিনি।
পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান আল মামুন বলেছেন, শৃঙ্খলার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। সবাইকে নিয়ম মেনেই চলতে হবে। অন্যথায় শাস্তির আওতায় আনা হবে।
তিনি বলেন, পুলিশ তৎপর রয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
এবার মোটারসাইকেল চালু হওয়ার ২০ এপ্রিল (বৃহস্পতিবার) ভোর ৬টা থেকে সোমবার (২৪ এপ্রিল) দুপুর ২টা পর্যন্ত ৪৩ হাজার ৫৬৬টি মোটরসাইলে পরাপার হয়েছে পদ্মা সেতু দিয়ে। এতে রাজস্ব আয় হয়েছে ৪৩ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা।
এম/
আরো পড়ুন:
খবরটি শেয়ার করুন