রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

উয়েফা ইউরোপা লিগ

পুসকাস অ্যারেনায় ফাইনালে মুখোমুখি রোমা-সেভিয়া

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩

#

সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে রোমা।

দেখতে দেখতে শেষ হতে চলেছে ফুটবলের এবারের মৌসুম। বিভিন্ন লিগের পরিসমাপ্তির সঙ্গে সঙ্গে পর্দা নামতে যাচ্ছে উয়েফা ইউরোপা লিগেরও। আজ বুধবার (৩১ মে) দিবাগত রাতে শিরোপার লড়াইয়ে টুর্নামেন্টের সফলতম দল সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে হোসে মরিনহোর রোমা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এ ফাইনালে জয় পেলে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিতের সুযোগ থাকবে দুদলের সামনেই। তাই হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় জমজমাট এক ম্যাচের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। 

পর্তুগালের মরিনহো এ পর্যন্ত মহাদেশীয় পাঁচটি বড় শিরোপা জয় করার কৃতিত্ব দেখিয়েছেন। ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি ইউরোপা লিগ ও গত বছর প্রথমবারের মতো প্রবর্তিত ইউরোপা লিগের শিরোপা জয় করেছেন মরিনহো। ৬০ বছর বয়সী এই পর্তুগীজ কোচ ২০০৩ সালে পোর্তোকে উয়েফা কাপের শিরোপা উপহার দেবার পরের বছরই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উপহার দিয়েছিলেন।

চলতি মৌসুমে লিগে তেমন একটা ভালো করতে না পারলেও সময়টা দুর্দান্ত কাটছে রোমার। শেষ ৫ ম্যাচে মাত্র একটিতে হার। তবে ফুটবলারদের ছাপিয়ে সব আকর্ষণ দলটির ডাগআউটে। পর্তুগিজ মাস্টারমাইন্ড মরিনহোর নেই কোনো ফাইনাল হারের রেকর্ড। তার অধীনই গেল মৌসুমে প্রথমবারের মতো ইউরোপা কনফারেন্স লিগ জিতেছিল রোমা। স্পেশাল ওয়ানের জাদুতেই ৩২ বছর পর ইউরোপা লিগের ফাইনালেও উঠেছে ইতালিয়ান ক্লাবটি। বিগ ম্যাচের আগে আত্মবিশ্বাসী রোমা।

রোমা কোচ হোসে মরিনহো বলেন, ‘সেভিয়া তাদের অতীত রেকর্ডের জন্য ফেভারিট। তাদের কাছে ইউরোপা লিগের ফাইনাল স্বাভাবিক বিষয়। তবে আমরা ভালো খেলেই ফাইনালে এসেছি। কিন্তু আমাদের জন্য এটা অসাধারণ। আমাদের সমর্থকদের কাছে এটা ঐতিহাসিক। আমরা সমর্থকদের হতাশ করব না।’

ফাইনালের আগে ইনজুরির দুশ্চিন্তা রোমা শিবিরে। তবে পরের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিতে ছাড় দেবে না তারা। সম্ভাব্য ৩-৪-৩ ফরমেশনে মাঠে নামতে পারে ইতালিয়ানরা।

তবে সেভিয়ার বিপক্ষে জয় পাওয়াটা সহজ হবে না রোমার। লা লিগায় টেবিলের ১১তম স্থানে থাকলেও ইউরোপা লিগে ৬ বার ফাইনাল খেলে ৬ বারই শিরোপা ঘরে তুলেছে স্পেনের ক্লাবটি। এ ছাড়া দুদলের মুখোমুখি পরিসংখ্যানেও পাল্লা ভারী সেভিয়ার।

আরো পড়ুন:টিভিতে দেখুন আজকের খেলা (৩১ মে ২০২৩)

এদিকে এ মৌসুমেই শেষ হচ্ছে হোসে লুই মেন্ডিলিবার চুক্তি। শেষ মৌসুমটা স্মরণীয় করে রাখতে চান সেভিয়া বস। সেভিয়া কোচ বলেন, ‘কাগজে-কলমে আমার চুক্তি ৩০ জুন শেষ হবে। কিন্তু আমি মনে করি, আমার কাজ আসলে রোববার (৪ জুন) লিগের শেষ ম্যাচেই শেষ। তাই প্রথমে আমি এ ফাইনাল জেতার চেষ্টা করব এবং এরপর যতটা সম্ভব ভালো অবস্থানে লিগ শেষ করার চেষ্টা করব। তবে এ ফাইনাল নিয়ে বেশি চিন্তা করতে চাই না।’

রোমার মতো ইনজুরি চিন্তা নেই সেভিয়া শিবিরে। বুদাপেস্টের ফাইনালে সম্ভাব্য সেরা দলটাই সাজাবে স্প্যানিশ ক্লাবটি। ৪-২-৪ ফরমেশনে মাঠে নামতে পারে সেভিয়া।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250