শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ *** হিজাব নিষিদ্ধে পর্তুগালের পার্লামেন্টে বিল পাস *** ‘জুলাই যোদ্ধা’ নামে ফ্যাসিস্ট বাহিনী বিশৃঙ্খলা করেছে: সালাহউদ্দিন *** শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক *** ৯ নম্বর, সহজেই সমাধান করা যাবে: পাকিস্তান-আফগান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প *** ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা *** ত্রিপুরায় পিটুনিতে নিহত তিন বাংলাদেশিকে ‘চোরাকারবারি’ বলল ভারত *** জাতীয়ভাবে লালন উৎসব উদযাপন অব্যাহত থাকবে: মোস্তফা সরয়ার ফারুকী *** নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার প্রধান উপদেষ্টার আহ্বানে রাজি বিএনপি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

প্রত্যাবর্তনের গল্প কি লিখতে পারবে এসি মিলান?

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ১৬ই মে ২০২৩

#

ফাইনালে কে, ইন্টার মিলান নাকি এসি মিলান!

সপ্তাহ ঘুরে আজ আবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ‘মিলান ডার্বি।’ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে ইতালির মিলান শহরের দুই ক্লাব। প্রথম লেগে ২-০ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক পা দিয়ে রেখেছে ইন্টার মিলান। মঙ্গলবার দিবাগত রাতে আবার স্যান সিরোতে স্বাগতিক তারা। এই দুই প্রতিকূলতাকে পেছনে ঠেলে এসি মিলান কি প্রত্যাবর্তনের গল্প কি লিখতে পারবে? 

২০১০ সালের পর গত ১৩ বছরে এক জুভেন্টাস বাদে ইতালির কোনো ক্লাবই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রাখতে পারেনি। আজ নিশ্চিতভাবেই সেই গেরো খুলে যাচ্ছে। ইন্টার মিলান ও এসি মিলানের মধ্যে যেকোনো এক দলই অবশ্যই ফাইনালে উঠতে যাচ্ছে। সেই দলটি কে ইন্টার মিলান নাকি এসি মিলান, সেটাই নিশ্চিত হবে আজ রাতে, মিলানের বিখ্যাত সান সিরো স্টেডিয়ামে। বোঝাই যাচ্ছে, রাতের নিস্তব্ধতায় সান সিরোতে আগুনের স্ফুলিঙ্গ ঝরতে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভাগ্য নির্ধারণের লড়াই বলে কথা!

মিলানের দুই ক্লাবের মধ্যে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল ইন্টার মিলান, ২০১০ সালে। পর্তুগিজ হোসে মরিনহোর অধীনে সেবার ফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে শিরোপাও জিতেছিল ইন্টার। ১৩ বছর পর এবারও সেই ইন্টার মিলানই ফাইনালের দৌড়ে এগিয়ে। গত বুধবার প্রথম লেগে ২-০ গোলে জিতে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে আছে তারা। দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানের ভিত্তিতেও এগিয়ে ইন্টার মিলানই।
সব মিলে ২৩৬ সাক্ষাতের মধ্যে ইন্টার জিতেছে ৮৮ বার, মিলান জয় হাসি হেসেছে ৭৯ বার। এই মৌসুমে এরই মধ্যে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। সেই তিনবারই জিতেছে ইন্টার। জয় দূরের কথা, মিলান তিন ম্যাচে একটা গোলও করতে পারেনি। এই অবস্থায় ইন্টার মিলান আজ আবার খেলতে নামছে ‘স্বাগতিক’ হিসেবে।

দুই দলই নিজেদের হোম মাঠ হিসেবে সান সিরোকেই ব্যবহার করে। তবে গত সপ্তাহে প্রথম লেগে স্বাগতিক ছিল এসি মিলান। নিয়মের ফাঁদে পড়ে নিজেদের মাঠেও ইন্টার ছিল অতিথি। আজ সেই অতিথি মিলান। স্বাগতিক হিসেবে সান সিরোর গ্যালারিতে ইন্টারের সমর্থকদের আধিক্য থাকবে। যেটাকে বাড়তি শক্তি হিসেবে ঘোষণা করেছেন ইন্টার কোচ সিমোনে ইনজাঘি। প্রথম লেগে ২-০ গোলের জয়ের পরই তিনি জানিয়ে রেখেছেন, ‘ফিরতি লেগে নিজেদের সমর্থকদের সমর্থন শক্তিকে সঙ্গে নিয়েই আমরা ফাইনালে যেতে চাই।’ 

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (১৬ মে ২০২৩)

এসি মিলান লড়াইয়ে নামছে ০-২ গোলে পিছিয়ে থেকে। অ্যাওয়ে ম্যাচের পরিসংখ্যানও তাদের বিপক্ষে। সর্বশেষ ১৬টি অ্যাওয়ে ম্যাচের মাত্র একটিতে জিতেছে মিলান। তাছাড়া আজ শুধু জিতলেই হবে না, সরাসরি ফাইনালে উঠতে হলে তাদের ৩-০ গোলে জিততে হবে। তারপরও মিলান কোচ স্টেফানো পিওলি দৃঢ়প্রত্যয়ী, ‘আমরা যে কোনো মূল্যে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জয়ের আগের এই ধাপটা উতরে যাওয়ার চেষ্টা করব। চ্যাম্পিয়ন্স লিগ এমন কিছু, যা আমাদের কারো জেতা হয়নি। কাজেই অনুপ্রেরণা সর্বোচ্চ পর্যায়ে।’

এম/

 

ফাইনাল ইন্টার মিলান এসি মিলান!

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250