ছবি: সংগৃহীত
গতকাল ৩রা জানুয়ারি শরীরচর্চার প্রশিক্ষক নূপুর শেখরের সঙ্গে আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আমির খানের কন্যা ইরা খান। তাই আলোচনায় ছিলেন তিনি। নেটিজেনরা ভাসাচ্ছিলেন শুভেচ্ছায়। এদিকে মেয়ের বিয়ের আসরে এমন কাণ্ড ঘটালেন আমির যে মেয়েকে ছাপিয়ে গেলেন আলোচনায় উঠে এলেন তিনি। নেটাগরিকদের শুভেচ্ছা রূপ নিল কটাক্ষে।
মেয়ের বিয়েতেই প্রকাশ্যে প্রাক্তন স্ত্রীকে চুমু দিলেন আমির। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
ইরার বিয়েতে উপস্থিত ছিলেন, আমিরের প্রাক্তন দুই স্ত্রী রিনা ও কিরণ। শুধু তাই নয়, শাড়ির রং আলাদা থাকলেও দুইজনের সাজ-পোশাক আর স্টাইলে বেশ মিল ছিল। ইরার বাগদানেও একসঙ্গে দেখা গিয়েছিল আমিরের প্রাক্তন দুই স্ত্রীকে।
আরো পড়ুন: অবশেষে মা হওয়ার সিদ্ধান্ত নিলেন দীপিকা
জানা গেছে, ১৯৮৬ সালে রিনাকে বিয়ে করেন আমির। যদিও তখনও তারকা হিসাবে পরিচিতি তৈরি হয়নি আমিরের। রিনার সঙ্গে ১৬ বছরের সম্পর্কের পর বিচ্ছেদের পথে হাঁটেন আমির। তাদের সংসারে রয়েছে দুই সন্তান জুনেইদ খান এবং ইরা খান।
পরে ২০০৫ সালে ‘লগান’ সিনেমার সহকারী পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। সেই সম্পর্কে চিড় ধরে প্রায় ১৫ বছর পরে। তবে প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’—খ্যাত এই অভিনেতা। মেয়ে ইরার বিয়েতেই মিলেছে তার প্রমাণ।
বিয়ের সম্পর্ক না টিকলেও একে অপরের প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা কমে যায়নি তাদের। প্রথম স্ত্রী রিনার সঙ্গে অতিথিদের আপ্যায়ন করতে দেখা যায় আমিরকে। হাসিমুখে ছবিও তুললেন তারা সবাই।
অন্যদিকে ক্যামেরার সামনেই দ্বিতীয় স্ত্রী কিরণের গালে চুমু এঁকে দেন আমির। সেই ছবি ও ভিডিও এখন ভাইরাল নেটদুনিয়ায়। নানান ধরনের মন্তব্য ভিড় জমাচ্ছে ওই ভিডিওর কমেন্টসবক্সে।
এসকে/
আমির খান আমির খানের কন্যা ইরা খান কিরণ রাও মিস্টার পারফেকশনিস্ট
খবরটি শেয়ার করুন