ছবি: সংগৃহীত
অভিনেত্রী হিসাবে বলিউডে পা রাখার আগেই সমাজমাধ্যমের পাতায় নিজের পরিচিতি গড়ে তুলেছেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর কন্যা খুশি কপূর। দিদি জাহ্নবী কপূর বলিউডে এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। বাবা বনি কপূর খ্যাতনামী প্রযোজক, পাশাপাশি সম্প্রতি অভিনেতা হিসেবেও দেখা গিয়েছে তাঁকে।
দাদা অর্জুন কপূরও পেশাদার অভিনেতা। অন্যান্য কপূররা তো রয়েছেনই। পরিবারের বেশির ভাগ সদস্যের মতো অভিনয়কেই নিজের পেশা হিসাবে বেছে নিয়েছেন খুশি। জ়োয়া আখতারের ‘দি আর্চিজ়’-এর মাধ্যমে সুহানা খানের পাশাপাশি বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন খুশিও।
তবে অভিনেত্রী হিসাবে তাঁর প্রথম কাজ মুক্তি পাওয়ার আগেই দ্বিতীয় ছবি নিয়ে শুরু হয়ে গিয়েছে আলোচনা। খবর, বলিউড তারকা আমির খানের ছেলে জুনেইদ খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন খুশি।
আরো পড়ুন: সাহসী দৃশ্যে পবন ও মোনালিসা, অবাক নেট দুনিয়া
চলতি বছর ফেব্রুয়ারি মাস নাগাদ খবর মেলে, সুপারহিট তামিল ছবি ‘লভ টুডে’-র রিমেক হতে চলেছে হিন্দিতে। ফ্যান্টম স্টুডিয়োজ় প্রযোজিত ওই ছবির মাধ্যমেই বলিউডে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করার কথা আমির খানের ছেলে জুনেইদ খানের। ছবি পরিচালনার দায়িত্বে থাকার কথা অদ্বৈত চন্দনের।
শোনা যাচ্ছে, চলতি বছরের জুলাই মাস থেকেই শুটিং শুরু হওয়ার কথা এই ছবির। বলিপাড়ার অন্দরের খবর, একে অপরকে আগে থেকেই চেনেন খুশি ও জুনেইদ। দুই তারকা সন্তানের মধ্যে সমীকরণ বেশ আকর্ষণীয়। তাই ছবির জন্য জুনেইদের বিপরীতে খুশিকেই চূড়ান্ত করেছেন নির্মাতারা। যদিও এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করা হয়নি ছবির প্রযোজনা সংস্থার তরফে।
জ়োয়া আখতারের ‘দি আর্চিজ়’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে খুশি কপূরের। একই সিরিজ়ে দেখা যেতে চলেছে এক ঝাঁক নতুন মুখ। এই সিরিজ়ের মাধ্যমেই বলিউডে পা রাখতে চলেছেন সুহানা খান থেকে অগস্ত্য নন্দার মতো তারকা সন্তানরা।
এসি/আইকেজে
খবরটি শেয়ার করুন