মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা-১৭ আসনে উপনির্বাচন

বাড়ছে ভোটার উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৬ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়েছে। বেশ কয়েকটি কেন্দ্রে দীর্ঘ লাইন দিয়ে ভোটকেন্দ্রে ঢুকতে দেখা যায় ভোটারদের।

সোমবার (১৭ জুলাই) রাজধানীর সেনানিবাস এলাকার ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন।

তন্ময় হক নামে এক ভোটার সাংবাদিকদের বলেন, ‘ভোট দিতে আধা ঘণ্টা ধরে অপেক্ষা করছি। এতো বড় লাইন দেখবো ভাবিনি। ভাবছিলাম ইভিএমে ভোট দেবো কিন্তু ব্যালট পেপারে ভোট হচ্ছে। এটা নিয়ে কিছুটা খারাপ লাগলেও নিজের ভোট নিজে দেবো এটা ভেবে ভালো লাগছে।’

কথা হয় আরেকজন ভোটার ইসমাইলের সঙ্গে। তিনি বলেন, ‘মাত্র ভোট দিয়ে বের হলাম। বেশ শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে। কোনো সমস্যা হয়নি।’

এদিকে, ভোটগ্রহণ চলছে সকাল থেকেই। আয়োজন থাকলেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি অনেক কম। সকাল ৮টা থেকে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে ব্যালট পেপারে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

রাজধানীর গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচন নানা কারণে দেশবাসীর মনোযোগ কেড়েছে। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়। এই আসনের মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০।

আরো পড়ুন: এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ হিরো আলমের

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ৮ জন। তাদের মধ্যে দলীয় প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টি-জাপার সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন। আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. আশরাফুল আলম (হিরো আলম) ও মো. তারিকুল ইসলাম।

এম/


ঢাকা উপনির্বাচন ভোটগ্রহণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন