ভিনিসিয়ুস ও কেনিয়া ওএস - ছবি: টুইটার থেকে নেওয়া
দুর্দান্ত পারফরম্যান্স অথবা বর্ণবাদ বিতর্ক—ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে গত কয়েক মাসে এসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে বেশি। রিয়াল মাদ্রিদের হয়ে দুই মৌসুম ধরেই দুর্দান্ত খেলেছেন ভিনি। আর বর্ণবাদের প্রতিবাদ জানিয়ে আলোচিতও হয়েছেন। তবে এবার ভিনিকে ঘিরে শুরু হয়েছে অন্য গুঞ্জন। মেক্সিকোর গায়িকা ২৩ বছর বয়সী কেনিয়া ওএসের সঙ্গে কি প্রেম করছেন ভিনি?
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ কেনিয়ার সঙ্গে ব্রাজিলিয়ান তারকার প্রেমের খবর নিশ্চিত করেছে। কেনিয়ার ইনস্টাগ্রাম পোস্টে ভিনি মন্তব্য করেছেন, ‘তুমিই সেরা। আমি তোমাকে ভালোবাসি।’ ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো অবশ্য এখনই ভিনির প্রেমের খবর নিশ্চিত করেনি। ব্যাপারটাকে এখনো গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ দেখা হচ্ছে সেখানে।
কেনিয়ার সঙ্গে ভিনির সম্পর্কটা নতুন না। ২০২১ সালে কানকুনে দুজনের পরিচয়। এরপর থেকে ইনস্টাগ্রাম ও টিকটকে দুজনে একসঙ্গে ভিডিও বানিয়েছেন। বিভিন্ন জায়গায় ঘুরতেও গিয়েছেন। রিয়াল মাদ্রিদের ম্যাচেও কেনিয়াকে দেখা গেছে গ্যালারিতে। এর আগে কেনিয়া সংবাদমাধ্যমকে বলেছেন তাঁরা দুজনে ‘বন্ধু’ এবং ভিনিসিয়ুস ‘ভালো মানুষ।’ তবে সংবাদমাধ্যম এর মধ্যেও ভালোবাসার অঙ্ক মিলিয়ে নিয়েছে। ভিনি ও কেনিয়াকে বিভিন্ন জায়গায় হাত ধরাধরি করে ঘুরতে দেখা গেছে। তাতে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিতে কারও অসুবিধা হয়নি।
ভিনিসিয়ুস ও কেনিয়া ওএস - ছবি: টুইটার থেকে নেওয়া
রিয়াল মাদ্রিদ এখন যুক্তরাষ্ট্রে প্রাক–মৌসুম সফরে আছে। ছুটি শেষ করে আজই রিয়ালের সঙ্গে যোগ দেবেন ভিনিসিয়ুস। কিছুদিন আগে কেনিয়াকে প্রথমবারের মতো ব্রাজিল ঘুরিয়ে এনেছেন তিনি। রিও ডি জেনিরোয় ক্রাইস্ট দ্য রিডিমার ভাস্কর্যের চূড়ায় উঠে দুজনে ছুটিটা চুটিয়ে উপভোগও করেছেন। ব্রাজিলের রাস্তায় দুজনের হাত ধরাধরি করে হাঁটার ছবিও তুলেছে স্থানীয় সংবাদমাধ্যম। ক্রাইস্ট দ্য রিডিমারে চড়ে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে কেনিয়া লিখেছেন, ‘ব্রাজিল, তোমাকে ভালোবাসি। রিওকেও ভালোবাসি।’ ভিনিসিয়ুস এই পোস্টের মন্তব্যে সাদা হার্ট–এর ইমোজি পোস্ট করেন।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, ১৫ জুলাই ২৪তম জন্মদিন ছিল কেনিয়ার। এ জন্য ভিনি পার্টি দিয়েছেন এবং সেখানে কেনিয়াও ছিলেন। হেলিকপ্টারে করে আকাশ থেকে ক্রাইস্ট দ্য রিডিমারের ভাস্কর্য কেনিয়াকে দেখিয়েছিলেন ভিনি। এরপর তাঁকে নিয়ে গেছেন ভাস্কর্যের ভেতরে। ইনস্টাগ্রামে এ নিয়ে করা একটি পোস্টে কেনিয়া লিখেছিলেন, ‘সুন্দর সুন্দর অভিজ্ঞতায় খুব ভালো একটি জন্মদিন কাটছে। যদিও পাঁচ দিন ধরেই নাচের ওপর আছি। যেসব মানুষকে ভালোবাসি, তাদের নিয়ে সময়টা উপভোগ করছি।’
কেনিয়ার আসল নাম কেনিয়া গুয়াদালাপে ফ্লোরেস ওসুনা। মেক্সিকোর মাজারলানে জন্ম নেওয়া এই গায়িকাকে বেশির ভাগ কেনিয়া ওএস নামেই চেনেন। প্রথমে ভিডিও ব্লগ এবং টিকটক ভিডিও করে আলোচনায় আসেন।
আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (১৯ জুলাই ২০২৩)
এরপর ২০২১ সালে সনি মিউজিকের সঙ্গে গান করে সংগীতে সাফল্য পান। গান গাওয়ার পাশাপাশি ব্যবসায়িক অঙ্গনেও পা রেখেছেন কেনিয়া। স্বাস্থ্যকর খাবার ও কসমেটিকসের ব্যবসা আছে তাঁর।
এম/