শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মালিক-ডি ভিলিয়ার্সদের ফাইনাল আজ, খেলা দেখবেন কোথায় *** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ

মোট কতবার কাবা শরিফ পুনঃনির্মাণ করা হয়েছে?

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৬ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত।

সৌদি আরবের মক্কা মুকাররমায় অবস্থিত পবিত্র কাবা শরিফ মুসলিমদের নিকট পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থান। কাবা অভিমুখী হয়েই তারা তাদের প্রধানতম ইবাদত সালাত আদায় করে থাকেন এবং এটিই জমিনে নির্মিত সর্বপ্রথম ঘর, মহান আল্লাহর ঘর। মহান আল্লাহ এ প্রসঙ্গে বলেন, নিঃসন্দেহে সর্বপ্রথম মানুষের জন্য নির্ধারিত ঘর সেটাই, যা মক্কায় অবস্থিত এবং সারা বিশ্বের মানুষের জন্য হিদায়াত ও বরকতপূর্ণ। (সুরা আল-ইমরান, আয়াত: ৯৬)

তবে কখন নির্মিত হয়েছিল কাবা—এ নিয়ে তাফসিরের কিতাবাদিতে বিভিন্ন বর্ণনা এসেছে। মুজাহিদ (রহ.) বলেন, ‘পৃথিবী সৃষ্টির দু'হাজার বছর আগে আল্লাহ কাবাকে সৃষ্টি করেছেন।’ হজরত আলি ইবনু আবি তালিব (রা.) বলেন, “আদম সৃষ্টিরও আগে আল্লাহ তায়ালা ফিরিশতাদের বললেন, ‘যাও, যমিনে একটা ঘর নির্মাণ করো এবং সেটার তাওয়াফ করো।’ পরবর্তীতে আদম আলিইহিস সালামও সেই ঘরের নির্মাণকাজ করেন এবং তাওয়াফ করেন।


ছবি: সংগৃহীত

তা ছাড়া, নির্মাণের পরে একাধিক বার কাবাগৃহের পুনঃনির্মাণ হওয়ার কথা ইতিহাসে পাওয়া যায়। ইসলাম আগমনের আগে ও পরে সর্বমোট সাতবার কাবাঘরের পুনঃনির্মাণ হয়। ইসলামি যুগের আগে সবার আগে কাবা নির্মাণে হাত দেন হজরত ইবরাহিম খলিলুল্লাহ (আঃ)। একাজে তাঁকে সহায়তা করেন তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.)। দ্বিতীয় বার কাবা পুনঃনির্মাণ করেন আমালিকা সম্প্রদায়। তৃতীয় বার জুরহুম সম্প্রদায় ও চতুর্থ বার মক্কার কুরাইশ বংশ- এসময় কুরাইশদের সঙ্গে পুনঃনির্মাণে অংশ নেন যুবক মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি সম্মানিত পাথর হাজরে আসওয়াদ স্থাপন করেন। ইসলাম আগমনের আগে এই মোট চারবার কাবা শরিফের পুনঃনির্মাণ হয়।

আরো পড়ুন: ইসলামে মানুষের স্বভাবজাত চাহিদাও ইবাদত

ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে পবিত্র এই গৃহ তিন তিনবার পুনঃনির্মিত হয়েছে। প্রথমবার আব্দুল্লাহ ইবনে জুবাইর (রা.), দ্বিতীয়বার হাজ্জাজ বিন ইউসুফ আস সাকাফি এবং সবশেষে উসমানি খলিফা মুরাদ খানের আমলে (১০৩২-১০৫০ হিজরি) স্বল্প পরিসরে কাবা ঘরের পুনঃনির্মাণের কথাও ঐতিহাসিকদের কেউ কেউ উল্লেখ করেছেন।

সূত্র: আল জাজিরা

এম এইচ ডি/

কাবা শরিফ ইসলাম সৌদি আরব মক্কা মুকাররমা মুসলিম ইসলাম কুরাইশ বংশ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন