সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৯শে ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া *** ২০শে জানুয়ারির মধ্যে সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ *** মুম্বাইয়ে অরিজিতের কনসার্টের টিকিটের মূল্য লাখ টাকা *** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

ম্যান সিটির প্রথম নাকি ইন্টার মিলানের চতুর্থ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ১০ই জুন ২০২৩

#

প্রতীকী ছবি


রিসেপ তাইয়েপ এরদোয়ান তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মধ্যদিয়ে শেষ হয়েছে তুর্কিদের ভোট উৎসব। সেই উৎসবের রেশ না কাটতেই আজ আবার উৎসবে মেতে উঠছে দেশটির সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলের মানুষ। 

ইস্তাম্বুলবাসীর আজকের উৎসবের নাম ফুটবল। আজ যে ইস্তান্বুলে অনুষ্ঠিত হবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় ও মর্যাদার টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। ইউরোপ-শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। ইস্তাম্বুলের ঐতিহ্যবাহী আতাতুর্ক স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে আজ দিবাগত রাত ১টায়।

ইউরোপের সেরা ক্লাবগুলোর এই টুর্নামেন্টের ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের আকর্ষণ থাকে তুঙ্গে। আজকের ফাইনাল ঘিরেও তার ব্যতিক্রম নয়। পুরো ফুটবল দুনিয়াই উন্মুখ হয়ে আছে ম্যান সিটি ও ইন্টার মিলানের শিরোপার লড়াইয়ের জন্য। সিটি-ইন্টারের সমর্থকদের তো ঘুম হারাম। গায়ে রোমাঞ্চের শিহরণ তুলে সবাই অপেক্ষার প্রহর গুণছে। আর মনে মনে একটা প্রশ্নই আওড়াচ্ছে, কে পরবে ইউরোপ-সেরার মুকুট, ম্যান সিটি নাকি ইন্টার মিলান!

ইন্টার মিলান এর আগেও ইউরোপ সেরার এই টুর্নামেন্টে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। ১৯৬৪, ১৯৬৫ সালের পর সর্বশেষ ২০১০ সালে। আজ তারা মাঠে নামছে চতুর্থ শিরোপার স্বপ্ন এঁকে। ২০১০ সালের পর এবারই প্রথম ফাইনাল খেলছে তারা। প্রতিপক্ষ সিটির অতীত ইতিহাসটা পুরো বিপরীত। এখনো পর্যন্ত ইউরোপ-সেরার এই টুর্নামেন্টে একবারও শিরোপা জিততে পারেনি সিটি। অথচ, এই চ্যাম্পিয়ন্স লিগকে পাখির চোখ করেই ইংলিশ ক্লাবটির আমিরাতি মালিক পক্ষ দু-হাতে টাকা ঢেলে আসছে। কাড়িকাড়ি টাকা ঢেলে দলে বসিয়েছে তারকার মেলা। ২০১৩ সালে মালিকানা কেনার পর থেকে দেদারছে টাকা ঢেলেই যাচ্ছে। ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে তার ফলও পাচ্ছে। গত ১০ বছরের মধ্যে ৬ বারই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে সিটিজেনরা। সর্বশেষ ৬ মৌসুমের মধ্যে ৫ বারই লিগ চ্যাম্পিয়ন সিটি। লিগ জিতেছে সর্বশেষ মৌসুমেই। মানে ঘরোয়া লিগে শিরোপা জয়ের হ্যাটট্রিক করেই আজকের ইউরোপ-সেরার ফাইনালে খেলতে এসেছে পেপ গার্দিওলার দল।

লিগের পাশাপাশি ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলের অন্যান্য টুর্নামেন্টেও ম্যান সিটি সাফল্য পাচ্ছে নিয়মিত। কিন্তু আসল লক্ষ্য পূরণেই ব্যর্থ সিটি। চ্যাম্পিয়ন্স শিরোপা তো ছুঁতে পারেইনি, এর আগে তারা ফাইনালই খেলেছে মাত্র একবার, ২০২১ সালে। সেই স্মৃতিও বড় বেদনার। পুরো ম্যাচে প্রাধান্য বিস্তার করে খেলেও সিটিকে ০-১ গোলে হার মানতে হয় নিজেদেরই লিগ প্রতিদ্বন্দ্বী চেলসির কাছে।

আজ সেই ক্ষত শুকিয়ে নতুন ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর সিটি। কোচ গার্দিওলার অধীনে এবার সিটি অনেক বেশি আগ্রাসীও। ফাইনালের পথে গার্দিওলার পুরোনো দল বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের মতো দলকে বিধ্বস্ত করেছে। ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলেও ডাবল জিতেছে (লিগ ও এফএ কাপ) দাপটের সঙ্গে। আর্লিং হালান্ড, কেভিন ডি ব্রুইনা, জ্যাক গ্রিলিশ, রিয়াদ মাহরেজ, বার্নার্ডো সিলভাদের সমন্বয়ে সিটি যেন উড়ছে। 

আজকের ফাইনালেও তাই গার্দিওলার সিটিকেই ফেভারিটের আসনে বসাচ্ছেন ফুটবলবোদ্ধারা। গার্দিওলার দল এগিয়ে বাজির ধরেও। সব মিলে ম্যান সিটির আজ প্রথম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ইতিহাসটা গড়ে ফেলার সম্ভাবনাই বেশি। সেটা হলে সিটি গড়ে ফেলবে ঐতিহাসিক ‘ট্রেবল’ জয়ের কীর্তিও। 

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (১০ জুন ২০২৩)

তবে ইন্টার মিলানকেও হালকা করে দেখার সুযোগ নেই। ইতালিয়ানরা জানে, কীভাবে বড় ম্যাচে নার্ভ ঠিক করে জয় ছিনিয়ে নিতে হয়। দলীয় শক্তি-সামর্থে পিছিয়ে থাকলেও অভিজ্ঞতা দিয়ে তা পুষিয়ে নেওয়ার সামর্থ তাদের আছে। তাছাড়া কোচ সিমোনে ইনজাঘির অধীনে ইন্টারের খেলোয়াড়েরাও উজ্জীবিত। লাওতারো মার্টিনেজ, রোমেলু লুকাকু, এডেন জেকোরা এরই মধ্যে ২০২৩ সালে ক্লাবকে কোপা ইতালিয়া ও সুপারকোপা ইতালিয়ার শিরোপা জিতিয়েছেন। মানে ইন্টারের  সামনেও আজ অন্যরকম ‘ট্রেবল’ জয়ের হাতছানী।

সব মিলিয়ে ইস্তাম্বুলের আতাতুর্ক স্টেডিয়ামে আগুনের স্ফুলিঙ্গ ঝরারই আভাস।

এম/



উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন